রুপসীবাংলা৭১ ক্রীড়া ডেস্ক : :: সংক্ষিপ্ত স্কোর || পঞ্চম দিন ::
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৭৬/১০ (১৪১.১ ওভারে)
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ২৬৫/১০ (৮৮.৩ ওভারে)
বাংলাদেশ ২য় ইনিংস: ২৯৭/৪ (৬৯ ওভারে) ডিক্লে.
আয়ারল্যান্ড ২য় ইনিংস: ২৬৩/৮ (৯৩ ওভারে)
পিছিয়ে: ২৪৬ রানে।
৮ উইকেট হারিয়ে ২৬৩ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে আয়ারল্যান্ড
৮ উইকেট হারিয়ে ২৬৩ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে আয়ারল্যান্ড। জিততে এখনো তাদের প্রয়োজন ২৪৬ রান। আর বাংলাদেশের প্রয়োজন মাত্র ২ উইকেট। ক্যাম্ফার ৬৩ রানে ও হোয়ে ১৮ রানে অপরাজিত আছেন।
ক্যাম্ফারের ফিফটি, অষ্টম উইকেট হারাল আয়ারল্যান্ড
২৩৭ রানের মাথায় অষ্টম উইকেট হারাল আইরিশরা। মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হয়েছেন জর্ডান নীল। যাওয়ার আগে ৪৬ বলে ৫টি চার ও ১ ছক্কায ৩০ রানের ইনিংস খেলে গেছেন। ক্যাম্ফারের সঙ্গে যোগ দিয়েছেন গ্যাভন হোয়ে। ক্যাম্ফার তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন ১৫৭ বলে ২টি চার ও ২ ছক্কায়।
তাইজুলের চতুর্থ শিকার ম্যাকব্রাইন
১৮৯ রানের মাথায় সপ্তম উইকেট হারাল আয়ারল্যান্ড। তাইজুল ইসলামের করা ৬৮তম ওভারের দ্বিতীয় বলে বোল্ড হয়ে যান ম্যাকব্রাইন। ৫৩ বল খেলে ৩ চারে ২১ রান করে যান তিনি। ক্যাম্ফারের সঙ্গে নবম ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন জর্ডান নীল।
পঞ্চম দিনের খেলা শুরু
বাংলাদেশের ছুড়ে দেওয়া ৫০৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলে চতুর্থ দিন শেষ করেছিল আয়ারল্যান্ড। সেখান থেকে আজ রবিবার পঞ্চম দিনে ব্যাট করতে নেমেছে তারা। দুই অপরাজিত ব্যাটসম্যান কুর্টিশ ক্যাম্ফার ৩৪ ও অ্যান্ডি ম্যাকব্রাইন ১১ রান নিয়ে দিন শুরু করেছেন।
রুপসীবাংলা৭১/এআর

