সোবাহান সৈকতঃ নানা আয়োজন ও যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফরিদপুরের সদরপুরে পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচী। সূর্যোদয়ের পূর্বে থানা চত্তরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের শুভসুচনা। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন , সকাল ৭ টায় স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ।
২৬ মার্চ সকাল ৭টায় উপজেলা চত্তরের শহিদ মিনারে পুস্পমাল্য অর্পন করেছেন সদরপুর উপজেলা প্রশাসন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন। শহিদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী উপজেলা পরিষদ এর পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম, মাননীয় এম,পি মহোদয়ের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করেন সাবেক ইউ,পি চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল। এ সময় শহিদ মিনারে আরো পুস্পমাল্য অর্পন করেন বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগ, লেডিস ক্লাব, সদরপুর ডিগ্রি কলেজ, জাকের পার্টি, ছাত্র লীগ, সদরপুর প্রেসক্লাব, বাংলাদেশ প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, কর্মচারী ক্লাব সহ উপজেলার বিভিন্ন দপ্তরের পক্ষ থেকেও পুস্পমাল্য অর্পণ করা হয়। আজ মঙ্গলবার মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সদরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচী। সকাল ৮ টায় সদরপুর স্টেডিয়াম মাঠে বীর শহীদের আত্বার মাগফেরাত কামনা করে ১ মিনিট নিরবতা পালন করে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তলন। কর্মসুচির মধ্যে আরো রয়েছে বিকেল ৩ টায় উপজেলা পরিষদ হল রুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ছাত্র ছাত্রিদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, সর্বশেষ সন্ধ্যা থেকে সকল সরকারি বেসরকারি স্থাপনা সমুহে আলো সজ্জা।