নিজস্ব প্রতিনিধিঃ ২১ নভেম্বর ২০২৫ শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) সংসদীয় আসনের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে বিএনপির মনোনীত প্রার্থী আওয়ামীলীগের চিহ্নিত দোসর সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের ঘোষিত মনোনয়ন ২৪ ঘন্টার মধ্যে বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে দিনাজপুর-২ আসনের হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিরল পৌর বিএনপির সাবেক সহ সভাপতি ইস্কান্দার হাসান।
সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন শামসুজ্জামান জুয়েল, সাবেক যুব ক্রীড়া সম্পাদক, বিরল উপজেলা বিএনপি, মামুনুর রশীদ রাজু, সাংগঠনিক সম্পাদক, বিরল পৌর বিএনপি, রেজাউল ইসলাম রুবেল, সদস্য সচিব, বিরল উপজেলা ছাত্রদল, কামরুজ্জাম কামু, বিরল কৃষকদল নেতা, আসাদুল হক হীরা, সহসভাপতি বিরল পৌর বিএনপি, মিজানুর রহমান, যুগ্ন আহবায়ক বিএনপি, সাহ আলম, যুগ্ন আহবায়ক স্বেচ্ছাসেবক, বিরল উপজেলা, আনারুল ইসলাম ধলু, যুবদল, নুর ইসলাম, যুবদল সদস্য, আবুল কালাম আজাদ, যুগ্ন সাধারণ সম্পাদক, সোহেল রানা যুবদল, মো মমিন, মাসুদ, আফছার, সুমন শাহ, হান্নান, লিমন প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী দোসর সাদিক রিয়াজ চৌধুরী পিনাক ৫ আগষ্ট ২০২৪ এর আগে আওয়ামীলীগের এমপি-মন্ত্রীদের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল। তাদেরকে অর্থনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা করেছে। স্থানীয় তৃণমূল বিএনপি নেতাকর্মীদের কোন খোজখবর রাখেননি। সেই সময় যারা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের পাশে ছিলেন তারা হলেন-দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোজাহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদ কালু, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম এবং ডেমোক্রেটিক লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি মোঃ মাহাবুব আলম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমাদের আহ্বান তৃণমূল নেতাদের মধ্য থেকে যে কাউকে মনোনয়ন দিলে আমরা তার পক্ষে কাজ করে এই আসন আপনাকে উপহার দিব। তবে আওয়ামী দোসরকে আমরা কোন ছাড় দিব না। তার মনোনয়ন প্রাপ্তির পর থেকেই দিনাজপুর-২ আসনের সাধারণ জনগণ এলাকায় মশাল মিছিল, প্রতিবাদ সমাবেশসহ প্রতিদিনই কোন না কোন কর্মসূচি পালন করে আসছেন।

