মাগুরা প্রতিনিধি, রুপসীবাংলা৭১ : গণপ্রকৌশলী দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে আইডিইবি মাগুরা জেলা শাখা কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী সরকার হারুন অর রশিদ, নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, মাগুরা; প্রকৌশলী এটিএম বেনজির রহমান এবং প্রকৌশলী কাজী সিরাজুদ্দোহা।আলোচনা সভার সভাপতিত্ব করেন প্রকৌশলী মোল্লা আবুল হাসান, সভাপতি, আইডিইবি মাগুরা জেলা শাখা।সঞ্চালনা করেন প্রকৌশলী মোঃ মাহাবুবুর রহমান টিটো, সাধারণ সম্পাদক, আইডিইবি মাগুরা জেলা শাখা।
বক্তারা বলেন, দেশের উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান অনস্বীকার্য। তারা মাঠপর্যায়ে সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। আলোচনা সভায় আইডিইবি’র বিভিন্ন সদস্যসহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
রুপসীবাংলা৭১/এআর

