বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, নাটোর জেলা শাখা কমিটির সভাপতি চিত্তরঞ্জন সাহা (৬৮) আজ ফরিদপুরের রেজওয়ান মোল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন। তিনি দীর্ঘদিন মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক কর্মকাণ্ডকে জোরদারকরণসহ সংখ্যালঘুদের অধিকার আদায়ে সম্পৃক্ত থেকে কার্যকরী ভূমিকা পালন করে এসেছেন।
ঐক্য পরিষদের সভাপতিত্রয় ঊষাতন তালুকদার, ড. নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর বিদেহী আত্মার শান্তি ও সদগতি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
