নিজস্ব প্রতিনিধিঃ আজ ২১ মার্চ, বৃহস্পতিবার, আন্তর্জাতিক বন দিবস ২০২৪ উপলক্ষ্যে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং ব্লু প্ল্যানেট ইনিশিয়েটিভ (বিপিআই) যৌথভাবে বিশ্বের বিভিন্ন স্থানের মতো বাংলাদেশেও নানা কর্মসূচীর আয়োজন করেছে । এসকল কর্মসূচীগুলোতে দেশের নানা প্রান্তের সাধারণ মানুষ, পরিবেশ কমী, বনজীবী ও অন্যান্যদের স্বতস্ফুর্ত অংশগ্রহণ করে তাদের দাবি সমূহ তুলে ধরেছে। মোংলা, বরগুনা, কক্সবাজার, তালতলী, পাথরঘাটা, মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া ও কলাপাড়ায় আজ সকাল থেকে দিবসটি উদযাপনে নানা কর্মসূচী পালিত হয়।
সকাল ১১টায় পটুয়াখালির কলাপাড়ায় মানববন্ধন; বরগুনার পাথরঘাটা ফরেস্ট অফিসের সামনে উপকূলের রক্ষাকবজ বন, বনাঞ্চল রক্ষা, বন বিভাগকে আধুনিকায়ন-জনবল বৃদ্ধিসহ বন ধ্বংস বন্ধের দাবিতে মানববন্ধন র্যালি, ও আলোচনা সভা; কক্সবাজারের কুতুবদিয়ার লেমশীখালীতে উপকূলের প্যারাবন রক্ষার দাবিতে মানববন্ধন ও পথসভা; কক্সবাজারের পেকুয়ার টইটংয়ের বনকাননে ‘করবো বন সংরক্ষণ,সুস্থ্য থাকবো সারাক্ষণ’ এ প্রতিপাদ্যে মানববন্ধন, পথসভা ও বন রক্ষায় শপথবাক্য পাঠ; বরগুনার তালতলীর শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে সকাল ১০ টায় আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও বন পরিচ্ছন্ন অভিযান; মোংলার বৈদ্যমারিতে সুন্দরবন সংলগ্ন এলাকায় ‘হাতে হাত ধরো, এসো বাঁচাই সুন্দরবন, করবো বন সংরক্ষণ, সুস্থ থাকবো সারাক্ষণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১১টায় বনবন্ধন; কক্সবাজারে বিকাল ৩ টায় মানববন্ধন ও আলোচনা সভা; মহেশখালীতে মানববন্ধন সহ দেশের মোট ৯টি স্থানে বন দিবসের কর্মসূচী পালিত হয়েছে।
এসকল কর্মসূচীতে স্থানীয় এলাকার বনাঞ্চল ছাড়াও দেশের অন্যান্য স্থানের বনের সুরক্ষা ও বন্যপ্রাণীর সুন্দর পরিবেশ নিশ্চিত করতে জোরালো দাবি জানানো হয়েছে। পাশাপাশি, দেশের বিভিন্ন স্থানে বন উজাড়, দখল ও বন ধ্বংসে জড়িতদের শাস্তি দাবি করেন।