রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। এর আগে আদর আজাদের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন। ফের জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন এই যুগল। ‘ঢাকাইয়া দেবদাস’ শিরোনামের সিনেমাটি পরিচালনা করবেন জাহিদ হোসেন। শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর একটি ক্লাবে মহরত অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে সিনেমাটির আনুষ্ঠানিক যাত্রা।
জাহিদ হোসেন জানান, ‘ঢাকাইয়া দেবদাস’ মূলত প্রেমের গল্পের সিনেমা। তবে এটিকে শুধু প্রেমকাহিনি বলতে নারাজ। প্রেমের গল্পের পাশাপাশি পুরান ঢাকার কৃষ্টি ও সংস্কৃতিও উঠে আসবে সিনেমাটির গল্পে।
পরিচালক জাহিদ হোসেন বলেন, “জাতি, ধর্ম, সম্প্রদায়ের ভাষা, সমাজ–সংস্কৃতিভিত্তিক চলচ্চিত্র বিরল। আন্তর্জাতিক ক্ষেত্রে এমন বিষয়ের চলচ্চিত্রের সমাদর যথেষ্ট। সমাজ, ধর্ম, ভাষা ও সংস্কৃতির মেলবন্ধন হচ্ছে পুরান ঢাকা। রয়েছে হাজার বছরের বৈচিত্র্যময় ঐতিহ্য ও সব সম্প্রদায়ের সহাবস্থানের গৌরবোজ্জ্বল চিত্র। এখানে সবাই মিলে সাকরাইন, ঈদ, মহররম, নববর্ষ, ব্যবসা-বাণিজ্যের হালখাতা, পূজাপার্বণ উদ্যাপন করে। আরো অনেক সংস্কৃতি আছে, যা এখনকার প্রজন্মের অনেকেই জানে না। এসব সংস্কৃতিও উঠে আসবে দুটি মানুষের গল্পের মাধ্যমে।”
খানিকটা ব্যাখ্যা করে নির্মাতা জাহিদ হোসেন বলেন, “ঢাকাবাসীদের নবজাতক আগমনের নানা উৎসব ও কালচার থাকবে সিনেমাটিতে। মেয়েদের নাক-কান ফোঁড়ানো থেকে ছেলেদের সুন্নতে খতনা অনুষ্ঠান, মাজার শরিফ জিয়ারতসহ শিয়াদের হোসনি দালানের বৈচিত্র্যময় অধ্যায়—সব নিয়েই আমাদের চলচ্চিত্র ‘ঢাকাইয়া দেবদাস’।”
ঢাকাবাসীর জন্ম-মৃত্যু, বিয়েসহ পারিবারিক নানা বৈচিত্র্যময় কৃষ্টি-কালচার থাকবে সিনেমাটিতে। নববর্ষের গান, কাসিদা, কাওয়ালি, হিজড়া সম্প্রদায়ের গানসহ শিয়াদের শোকের গান। চলচ্চিত্রের নায়ক-নায়িকাসহ পুরান ঢাকার তরুণ-তরুণীদের প্রেম-ভালোবাসার ছন্দময় সংগীত চলচ্চিত্রটিতে থাকবে বলেও জানান এই নির্মাতা।
আদর-বুবলী ছাড়াও এ চলচ্চিত্রে অভিনয় করবেন—তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ। আগামী জানুয়ারিতে সাকরাইন উৎসবের সময়ে সিনেমাটির শুটিং শুরু হবে। সিনেমাটির প্রযোজনা ও পরিবেশনায় থাকছে এক্সেল ফিল্মস ও রেভুলেশন মুভিজ ইন্টারন্যাশনাল।
রুপসীবাংলা৭১/এআর

