রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : টিভি নাটকের জনপ্রিয় মুখ তানিয়া বৃষ্টি। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। ২০১৫ সালে তাঁকে দেখা গেছে আকরাম খানের ‘ঘাসফুল’-এ। পরে ২০১৯-এ অভিনয় করেন ‘গোয়েন্দাগিরি’তে।
এরপর আর তাঁকে চলচ্চিত্রে পাওয়া যায়নি। দীর্ঘ ছয় বছর পর নতুন ছবিতে অভিনয় করছেন বৃষ্টি। রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’-এ দেখা যাবে তাঁকে। কোর্টরুম ড্রামা আর থ্রিলারের মিশ্রণে ছবির গল্প।
এতে বৃষ্টির সঙ্গে আরো থাকছেন তারিক আনাম খান, আদর আজাদ, মৌসুমী হামিদ প্রমুখ। অক্টোবরের প্রথম দিকে শুরু হয়েছে শুটিং। সত্য ঘটনা অবলম্বনের এ ছবি মুক্তি পাবে নতুন বছরের শুরুতে।
রুপসীবাংলা৭১/এআর

