নিজস্ব প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালনকল্পে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আজ সন্ধ্যায় ঢাকাসহ সারা দেশে আলোর মিছিল বের করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে। রাজধানী ঢাকায় সন্ধ্যে ৬.৩০টায় কলাবাগান মাঠে জমায়েত হয়ে জ্বলন্ত মোমবাতি হাতে নিয়ে আলোর মিছিল বের হয় এবং তা ৩০ ধানমন্ডি রোডের বঙ্গবন্ধুর বাসভবনে গিয়ে তাঁর প্রতিকৃতির সামনে প্রজ্বলিত মোমবাতি উপস্থাপন করে তাঁর প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সভাপতি ড. নিমচন্দ্র ভৌমিক, সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ, জয়ন্ত সেন দীপু, জয়ন্তী রায়, সাধারণ সম্পাদক এ্যাড. রাণা দাশগুপ্ত, যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, এ্যাড. তাপস কুমার পাল, এ্যাড. শ্যামল কুমার রায়, সাংগঠনিক সম্পাদক এ্যাড. দীপংকর ঘোষ, শ্যামল পালিত, পদ্মাবতী দেবী, স্বপ্না বিশ্বাস, দপ্তর সম্পাদক মিহির রঞ্জন হাওলাদার, ছাত্র বিষয়ক সম্পাদক প্রানতোষ আচার্য শিবু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, মহিলা ঐক্য পরিষদের সভাপতি সুপ্রিয়া ভট্টাচার্য, সাধারণ সম্পাদক দিপালী চক্রবর্তী, বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি অনুপ কুমার সাহা, মহিলা বিষয়ক সম্পাদক মাধুরী চক্রবর্তী মিলি ও কাজল দাস প্রমুখ।