মঞ্জুর: সাংবিধানিক অধিকার তথা সম মর্যাদার অধিকার বিষয়ে তৃতীয় লিঙ্গের আয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে ৫ই মার্চ এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে তারা বলেন, সংবিধান প্রদত্ত অধিকার “প্রতিটি বাংলাদেশী নাগরিক সমমর্যাদর অধিকারী” বিষয়টা কোন একজন মানুষ ক্ষুন্ন করতে পারে না। মানুষকে যেখান সংবিধান শুধু মানুষ হিসাবে মর্যাদায় রাখার কথা বলা হয়েছে সেখানে এক ব্যক্তি কি করে মানুষকে শুধু যৌনতার ভিত্তিতে বিচার করতে পারে। রাষ্ট্র তার প্রতিটা নাগরিকের প্রতি দায়বদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী যেখানে বলছেন তৃতীয় লিঙ্গের হয়ে কেউ পরিবারে জন্ম নিলে সে পরিবারের সম্পদ পাবে। প্রধানমন্ত্রী বলেন, ইসলাম ধর্মেও বলা আছে, সে সম্পদের অংশ পাবে। কেউ যদি একটু মেয়েলী স্বভাবের হয় সে মেয়ের অংশ এবং পুরুষের মত আচরণ হলে পুরুষের অংশই পাবে। এটা ধর্মীয় নির্দেশনাও আছে। আগামীতে কোন সন্তান এভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন হবে না। প্রধানমন্ত্রীর আরও একটি বিশেষ উক্তি “ এটা সবার জন্যই আমি বলে দিতে চাই, এটা আমাদের মনে রাখতে হবে তারা আমাদের পরিবারেরই একজন। কারন আল্লাহর সৃষ্টির উপর কারো হাত দেওয়ার অধিকার নেই”।
সুতরাং আসুন প্রতিটি মানুষকে তার মুনষ্যত্ব দিয়ে বিচার করি, যৌনতার মাপকাঠিতে নয়। আমরাও মানুষ, শুধু মানুষের মর্যাদা নিয়েই বেঁচে থাকতে চাই। চাই সামাজিক মর্যাদা ও সহমর্মিতা। মানববন্ধনে তৃতীয় লিঙ্গের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।