রুপসীবাংলা৭১ তথ্যপ্রযুক্তি ডেস্ক : উদ্ভাবিত প্রযুক্তির কিউএলইডি টিভি স্ক্রিনের সব দিকে সমান উজ্জ্বলতা দেয়। ফলে যে কোনো দিক থেকে স্ক্রিনে রঙের কোনো তারতম্য ছাড়াই টিভি দেখা যায়। বিশেষভাবে উল্লেখ করা যায়, এই প্রযুক্তি প্যান্টন ও ভিডিই কর্তৃক অনুমোদিত।
জার্মানভিত্তিক আন্তর্জাতিক সার্টিফিকেশন সংস্থা টিইউভি রাইনল্যান্ড থেকে রিয়েল কোয়ান্টাম ডট ডিসপ্লে সনদ পেয়েছে স্যামসাং কিউএলইডি টিভি। সহজ ভাষায়, কোয়ান্টাম ডট সেমিকন্ডাক্টরের অতিক্ষুদ্র অংশ, যা অধিকতর পিয়র ও ভাইব্রেন্ট রং উৎপন্ন করতে পারে। যার শতভাগ কালার ভলিউম টিভির স্ক্রিনে নীল রঙের আধিক্য কমিয়ে টেলিভিশন দেখার অভিজ্ঞতাকে আরামদায়ক ও নিখুঁত করে।
২০২৫ সালে বাংলাদেশের বাজারে আসা নতুন কিউ৮এফ ও ইউ৭এফ কিউএলইডি ফোরকে মডেল এ দুটি সনদ পেয়েছে।
ইন্টারন্যাশনাল ইলেকট্রোটেকনিক্যাল কমিশনের (আইইসি) নির্দেশিকা অনুযায়ী বিশদ পর্যালোচনা করে টিইউভি রাইনল্যান্ড। যার মাধ্যমে টিইউভি রাইনল্যান্ড কিউএলইডি টিভির লাইট স্পেকট্রাম (বর্ণালি আলোক) বিশ্লেষণ করে। ফলে দেখা গেছে, লাল, সবুজ ও নীল আলোর মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে, যা রঙের নিখুঁত পরীক্ষার বিশেষ মানদণ্ড। এটি টেলিভিশনের দৃশ্যকে দর্শকের কাছে নিখুঁত ও প্রাণবন্ত করে উপস্থাপন করে।
স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বিভাগের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, আমরা সব সময় গ্রাহকের টিভি দেখার অভিজ্ঞতাকে মানোন্নত করতে কাজ করছি। সার্টিফিকেশন প্রমাণ করে, কোয়ান্টাম ডট প্রযুক্তির মাধ্যমে তৈরি কিউএলইডি মডেলের টিভি ছবির সর্বোচ্চ মান নিশ্চিত করে।
টিভি ব্র্যান্ড হিসেবে এটি বৈশ্বিক স্বীকৃতি পেয়েছে। চাহিদার বিবেচনা করে স্যামসাং এবার কিউএলইডির ৪৩ থেকে ৮৫ ইঞ্চি পর্যন্ত পুরো লাইনআপ এনেছে। ২০২৫ সালে বৈশ্বিক বাজারে আসা এসব টিভি বাংলাদেশে গ্রাহকের কাছে দ্রুত পৌঁছে দিয়েছি। আরেকটি বৈশ্বিক যাচাইকরণ সংস্থা জেনারেল সোসাইটি অব সার্ভিল্যান্স (এসজিএস) থেকেও স্যামসাং ব্র্যান্ডের কোয়ান্টাম ডট প্রযুক্তি বৈশ্বিক স্বীকৃতি পেয়েছে।
অন্যদিকে পরীক্ষায় প্রমাণ হয়েছে, এই ব্র্যান্ডের সব টিভি ক্যাডমিয়ামমুক্ত ও পরিবেশবান্ধব। ক্ষতিকর ভারী ধাতু অপসারণের মাধ্যমে দেখানো হয়েছে উদ্ভাবন ও স্থায়িত্ব– দুটোই চলতে পারে। এসব অর্জন ব্র্যান্ডটির ডিসপ্লে প্রযুক্তিতে ভবিষ্যৎমুখী পরিকল্পনা নির্দেশ করে।
রুপসীবাংলা৭১/এআর

