নিজস্ব প্রতিনিধিঃ “বদল করে সরকার, রাষ্ট্র করবো সংস্কার” স্লোগান সামনে রেখে যাত্রা শুরু করেছে ‘সংস্কার বুলেটিন’। একদফা আন্দোলনের বিভিন্ন দলের প্রতিনিধিদের লেখা নিয়ে এ বুলেটিনের প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছে।
২৬ ফেব্রুয়ারি বিকাল ৫টায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে সংস্কার বুলেটিনের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। বুলেটিনের সম্পাদক ও প্রকাশক দিদারুল ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, মিডিয়া ও প্রচার সমন্বয়ক সৈয়দ হাসিবুদ্দীন হোসেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরামের সাধারণ সম্পাদক সিনিয়র এডভোকেট সুব্রত চৌধুরী, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবীবুর রহমান রিজু, আমার বাংলাদেশ পার্টির যুগ্ন সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয় কমিটির সদস্য শেখ নাসির উদ্দীন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়ক সিরাজুল ইসলাম মামুন প্রমুখ।
বক্তারা সংস্কার বুলেটিনের ভূয়সী প্রশংসা করে বলেন বাংলাদেশ আগে ছিল বৃটিশ উপনিবেশ, এরপর হলো পাকিস্তান উপনিবেশ আর ৭ তারিখের নির্বাচনের পর এখন হলে আওয়ামী উপনিবেশ। এ উপনিবেশে জেলে রাষ্ট্রীয় হত্যাকান্ডের শিকার মুশতাক, পিলখানা হত্যাকান্ড সহ কোনো নিপিড়নের বিচার হওয়া সম্ভব না। কারণ এ উপনিবেশে মানুষের একটা কোনো অধিকার নাই। পুরো রাষ্ট্র কাঠামো কেবল ক্ষমতাসীনদের লুটপাট ও পাচার নির্বিঘ্ন করার স্বার্থে কাজ করছে। সেজন্য এখন দ্রব্যমূল্য এমন লাগাম ছাড়া।
মানুষের জান – জবান – সম্মানের অধিকার, নাগরিক – রাজনৈতিক অধিকার আদায়ের জন্য এ মাফিয়া আওয়ামী উপনিবেশের পতন লাগবে। এরপর সকলের নূন্যতম অধিকার নিশ্চিত করার মতো একটা রাষ্ট্র কাঠামো এখানে বানাতে হবে। সে পথে দলগুলোর মধ্যে ঐক্যমত তৈরিতে এ বুলেটিন বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরো অংশগ্রহণ করেন নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আবুল কালাম আজাদ, গণফোরামের তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদুল্লাহ মধু, সম্মিলিত শ্রমিক পরিষদের প্রধান সমন্বয়ক প্রকৌশলী এ এ এম ফয়েজ হোসেন, বাংলাদেশ গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মোনেম, এরশাদ বিরোধী আন্দোলনের নেতা ও এস এম হলের সাবেক ভিপি ইকবাল রশিদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের ঢাকা জেলা কমিটির প্রধান সমন্বয়ক লিটন কবিরাজ, রাষ্ট্র সংস্কার যুব আন্দোলনের প্রধান সমন্বয়ক মাশকুর রাতুল প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলনের সহ সভাপতি সোহেল শিকদার।