প্রেসবিজ্ঞপ্তিঃ দেশের ক্রিয়াশীল ছাত্র সংগঠনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে গড়ে উঠা ছাত্র সমাজের দাবি আদায়ের আন্দোলনে লড়াকু জোট গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয় পরিবর্তন হয়েছে। ছাত্র জোটের বর্তমান সমন্বয়ক হলেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর সভাপতি অঙ্কন চাকমা।
আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি ২০২৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে মুনির চৌধুরী হল রুমে ছাত্র জোটের এক বৈঠকে এ দায়িত্ব হস্তান্তর করেন জোটের সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার।
সভায় ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাঈম ও আন্তজার্তিক বিষয়ক সম্পাদক আদনান আজিজ চৌধুরী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান, বিপ্লবী ছাত্র মৈত্রীর সহ-সম্পাদক জাবির আহমেদ জুবেল, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি দীপা মল্লিক ও পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক শুভাশীষ চাকমা।
সভার শুরুতে জোটের সমন্বয়ক মিতু সরকার বিগত কর্মসূচীর ওপর সংক্ষিপ্ত পযার্লোচনা ও সমন্বয়কের দায়বদ্ধতা সম্পর্কে আলোচনা করেন। পরে জোটের নেতারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ বিরোধী গ্রাফিতি আঁকার দায়ে বহিষ্কার হওয়া বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের দুই নেতার বহিষ্কারাদেশ ঘটনায় নিন্দা ও প্রতিবাদসহ অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।
সভায় ছাত্র জোটের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও হল গুলোতে নিরাপদ পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে আন্দোলন জোরদার করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এছাড়া জাতীয় শিক্ষাক্রমে ভুল-ভ্রান্তি ও অসংগতি, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নিবার্চন, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে সকল জাতিসত্তার স্ব স্ব মাতৃভাষায় শিক্ষা লাভের অধিকার নিশ্চিতসহ আশু কর্মসূচীর রুপরেখা বিষয়ে আলোচনা করেন।
আলোচনা শেষে সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে আগামী মার্চ-এপ্রিল ০২ (দুই) মাসের জন্য গণতান্ত্রিক ছাত্র জোটের নতুন সমন্বয়কের দায়িত্ব পাহাড়ি ছাত্র পরিষদের নিকট হস্তান্তর করেন সদ্য বিদায়ী সমন্বয়ক মিতু সরকার।