রুপসীবাংলা৭১ বিনোদন ডেস্ক : কিছুদিন আগেই এসেছে সোমনুর মনির কোনালের ‘ময়না’; তিন সপ্তাহে গানচিত্রটির ভিউ প্রায় ৩০ লাখ। এবার দিলেন নতুন গানের খবর। গাইলেন মাকে নিয়ে। লেখা ও সুর এনামুল করিম নির্ঝরের।
কোনাল বলেন, “লুকোচুরি লুকোচুরি গল্প’-এর মতো প্রিয় এবং বিখ্যাত গান যার হাত ধরে এসেছে, তাঁর গান গাইতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে। প্রিয় নির্ঝর ভাইয়ের নতুন এবং অন্য রকম কম্পোজিশনে গাইলাম মাকে নিয়ে গান। দেশ মা কিংবা গর্ভধারিণী মা, তফাত তো নেই। মায়ের প্রতি ভালোবাসা জানিয়ে গানটি আসবে শিগগিরই।
রুপসীবাংলা৭১/এআর