নিজস্ব প্রতিনিধিঃ সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশ এর নীতি নির্ধারণী সংসদ সদস্যের শপথগ্রহণের নিমিত্তে আজ ১৬ সেপ্টেম্বর, শনিবার, সন্ধ্যা ০৭ টায়, ঢাকার পল্টনস্থ, সীগাল চাইনিজ রেস্টোরেন্ট মিলনায়ন-এ “সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান” অত্যন্ত ভাবগাম্ভীর্য পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আল হামদুলিল্লাহ ।
শাহ সুফি আল্লামা তৌহিদুল ইসলাম চিশতী নিজামী, চেয়ারম্যান, সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশ এর সভাপতিত্বে এবং
আনিসুর রহমান জাফরী
মহাসচিব,সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
আল্লামা খন্দকার গোলাম মওলা নকসেবন্দী, চেয়ারম্যান, ধর্মবিষয়ক উপকমিটি ও উপদেষ্টা মন্ডলির সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ এবং
প্রধান উপদেষ্টা, সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশ।

বিশেষ অতিথি ছিলেন :
★লায়ন মোঃ গনি মিয়া বাবুল, সভাপতি, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ ও উপদেষ্টা, সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশ।
★ শাহসুফি আল্লামা শহীদুল্লাহ চিশতী, আল হাফিজী, মোদেনীপুর পশ্চিম বঙ্গ ভারত, শাহসুফি খাজা মুহাম্মদ মুঈনুদ্দীন চিশতী লালপুরী, গদিনশীন, লালপুরী দরবার শরীফ, সোনারগাঁ।
অনুষ্ঠানের আপ্যায়ন সেবা সৌজন্যে প্রদান করেছেন-
আলহাজ জয়নাল আবেদীন মাঝি শাজলী
প্রধান খলিফা , শাজুলিয়া দরবার শরীফ, চরলক্ষ্মি, রায়পুর, লক্ষীপুর ও মাননীয় স্পিকার নীতি নির্ধারণী সংসদ এবং ভাইস চেয়ারম্যান সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশ।
এতে আরো উপস্থিত ছিলেন- সুফি মাস্তান আকবর হুসাইন আল কাদরী, হাজি ইব্রাহিম খলিল প্রধান, সুফি সাধক ফকির আফাজ উদ্দিন মোল্লা (পরান শাহ), মহিউদ্দিন ভূঁইয়া চিশতী নেজামী, খাজা রাশিদুল ইসলাম রাসেল মোজাদ্দেদী, আব্দুল মালেক, মাহবুবুল ইসলাম সুমন, হাফিজুল আবেদীন রাসেল, জহিরুল হক চিশতী, আহম্মদ আলী ভান্ডারী, জসীম উদ্দীন ওয়ায়েসী, ইউসুফ রহমান আল কাদরী, গোলাম মোস্তফা ফকির, সৈয়দা সারোয়ার এ রত্মাজী।
সায়েম চৌধুরী, পীরজাদা আইয়ূব আলী শাহ, ফকির শাহীন হাওলাদার, ফকির আলমগীর মোজাদ্দেদী, খোরশেদ আলমসহ অনেকে।