সুফিবাদ সর্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশ এর নীতি-নির্ধারনী সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান। ১৬ সেপ্টেম্বর ২০২৩ শনিবার সন্ধ্যা ৭.০০ ঢাকায় শৃগাল হোটেল ১২ তলায় সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ সুফি আল্লামা তৌহিদুল ইসলাম চিশতী নিজামী’র সভাপতিত্বে ও সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশনের মহাসচিব আনিসুর রহমান জাফরীর সঞ্চালনায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয। প্রধান অতিথি আল্লামা খন্দকার গোলাম মওলা নকসেবন্দী, বিশেষ অতিথি লায়ন মোঃ গনি মিয়া বাবুল,সভাপতি,বঙ্গবন্ধু গবেষনা পরিষদ।