সুফিবাদ সর্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশ এর নীতি-নির্ধারনী সংসদ সদস্যদের  শপথ অনুষ্ঠান

0
16

সুফিবাদ সর্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশ এর নীতি-নির্ধারনী সংসদ সদস্যদের  শপথ অনুষ্ঠান। ১৬ সেপ্টেম্বর ২০২৩ শনিবার সন্ধ্যা ৭.০০ ঢাকায় শৃগাল হোটেল ১২ তলায় সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ সুফি আল্লামা তৌহিদুল ইসলাম চিশতী নিজামী’র সভাপতিত্বে ও সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশনের মহাসচিব আনিসুর রহমান জাফরীর সঞ্চালনায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয। প্রধান অতিথি আল্লামা খন্দকার গোলাম মওলা নকসেবন্দী, বিশেষ অতিথি লায়ন মোঃ গনি মিয়া বাবুল,সভাপতি,বঙ্গবন্ধু গবেষনা পরিষদ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে