হামিদা আলী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্বোধন

0
457

নিজস্ব প্রতিনিধিঃ ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ ও রাজধানীর সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ হামিদা আলী কর্তৃক প্রতিষ্ঠিত “প্রিন্সিপাল হামিদা আলী ওয়েলফেয়ার ট্রাস্ট” এর শুভ উদ্বোধন অনুষ্ঠান আজ সোমবার ১১ সেপ্টেম্বর সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, মালিবাগে অনুষ্ঠিত হয়।

অসহায় দুঃস্থ মানুষের কল্যাণের লক্ষ্যে প্রতিষ্ঠিত ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আজ বিভিন্ন শ্রেণিতে অধ্যয়নরত মোট ৩৫ জন দরিদ্র শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করার মধ্য দিয়ে এই ট্রাস্টের যাত্রা শুরু হয়। দরিদ্র শিক্ষার্থীদের পক্ষে, তাঁদের অভিভাবকবৃন্দ এই বৃত্তি গ্রহণ করেন।

অধ্যক্ষ হামিদা আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ মালিবাগের অধ্যক্ষ কর্নেল মোঃ শামসুল আলম পি এস সি(অবঃ)। এ সময় সংগঠনের বিভিন্ন ট্রাস্টিবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে