২২তম টেক্সটেক ইন্টারন্যাশনাল এক্সপো প্রদর্শনী

0
24

আসলাম ইকবালঃ
বাংলাদেশ টেক্সটাইল ও গার্মেন্টেস শিল্পকে কেন্দ্র করে ‘সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজন করছে ৮ দিন ব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২২তম টেক্সটেক বাংলাদেশ ২০২৩ ইন্টারন্যাশনাল এক্সপো। আগামী ১৩-১৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিভিশন সেন্টার, পুর্বাচল, ঢাকা এই প্রিদর্শনী অনুষ্ঠিত হবে। প্রদর্শনী চলাকালীন একই সাথে অনুষ্ঠিত হবে ২০তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন এ্যান্ড ফ্যাব্রিক শো-২০২৩-সামার এডিশন, ক্যাম বাংলাদেশ ২০২৩ ইন্টাঃ এক্সেপো’। ০৪ সেপ্টেম্বর, ১২টায় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ এন্ড এশিয়া প্যাসিফিক-এর প্রেসিডেন্ট এন্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম। গার্মেন্টস শিল্পের সর্ববৃহৎ এবং সর্ব প্রথম অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রদর্শনী যা এ বছর ২২ বারের ন্যায় অনুষ্ঠিত হচ্ছে, সেখানে সরাসারি যোগাযোগের মাধ্যমে ক্রেতা-বিক্রেতা এবং সররাহকারীরা ব্যবসার প্রসারে কাজ করতে পারবে। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সেমস-গ্লোবাল এর সিইও এস এস. সারোয়ার ও নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং অভিষেক দাস, ডিরেক্টর ইন্টারন্যাশনাল মার্কেটিং। এই প্রদর্শনী গুলি মুলতঃ বাংলাদেশ, ব্রাজিল, মরক্কো ও শ্রীলংকায় অনুষ্ঠিত হয়। এতে ২২৪৫ এর অধিক বুথসহ ৩৭টি দেশের ১৬৭৫ টির ও বেশী কোম্পানী প্রতিনিধিত্ব করছে। এতে এ্যাপারেল মেশিনারী, কেমিক্যালসহ, পণ্য সামগ্রী প্রদর্শন করা হবে। প্রদর্শনী প্রতিদিন ১০.৩০ মি. থেকে ৭.৩০ মি. পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। ছবি সংগ্রহ- মোস্তাফিজ মিন্টু।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে