নিজস্ব প্রতিনিধিঃ “শুভ জন্মাষ্টমী” পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথীতে ‘বাংলাদেশ জনশক্তি ঐক্যজোট’ আয়োজনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
৬ সেপ্টেম্বর ২০২৩ বুধবার সকাল ১১.০০ দয়াগঞ্জ শিবমন্দির থেকে বাংলাদেশ জনশক্তি ঐক্যজোটের প্রধান উপদেষ্টা বিধান বিহারী গোস্বামী বাংলাদেশ জনশক্তি ঐক্যজোটের আহ্বায়ক সুশান্ত কুমার চক্রবর্তী, যুগ্ম আহ্বায়ক অভয় কুমার রায়, যুগ্ম আহ্বায়ক নরেশ হালদার, সদস্য সচিব এ্যাড. লাকী বাছার, কার্যকরী সদস্য নির্মল সরকার, কংকন মৃধা, এ্যাড. এ. এন. ঘরামী, নারায়ন চন্দ্র রায়, সন্তোষ মাহাতো, কৃষ্ণ পাল, গোপাল হালদার, ভক্ত ঘোষ, দীপক পাল, গনেশ সাহা, পাখি দাস, নরেশ রায়, পার্বতী রানী, ডা: গঙ্গা গোবিন্দ পাল, সহ সহস্রাধিক কৃষ্ণ ভক্তের অংশগ্রহনে অনুষ্ঠিত হয়।
মঙ্গল শোভাযাত্রা টি দয়াগঞ্জ জাতীয় শিব মন্দির থেকে শুরু করে রামসীতা মন্দির, জয়কালী মন্দির, ইত্তেফাক মোড় ঘুরে শ্রী প্রভু জগদ্বন্ধু মহা প্রকাশ মঠে এসে ‘বাংলাদেশ জনশক্তি ঐক্যজোট’ এর চেয়ারম্যান জোটের নেতা কর্মী ও দেশবাসির উদ্দেশ্যে বক্তব্য রেখে সমাপ্ত ঘোষনা করেন।