মঞ্জুর আহমেদ: সাব রেজিষ্ট্রি অফিসে কর্মরত নকল নবিসদের চাকুরী জাতীয়করণের দাবিতে ২ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর ঘোষণা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ঘোষণা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক শেখ এনামুল হাসান রোমেল। উপস্থিত ছিলেন নীতি নির্ধারক মোঃ রফিকুল ইসলাম ও মোঃ হেমায়েত উদ্দিন।উক্ত মতবিনিময় ও আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৩ সালে বঙ্গবন্ধু ঘোষণা দিয়েছিলেন যে, নকল নবিসদের চাকুরী জাতীয়করণ করা হবে এবং তারই কন্যা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বায়তুল মোকাররম স্কয়ারে একটি সভায় বলেছিলেন আমি যদি ক্ষমতায় আসি তাহলে আমার বাবার ঘোষণা অনুযায়ী আপনাদেরকে জাতীয়করণ করে দিবো।
কিন্তু দুঃখের বিষয় আজও আমাদের সেই দাবি পুরণ হয়নি। গত ৫০ বছর যাবত আমরা দেশের সেবা করে যাচ্ছি, কিন্তু আমাদের প্রতি সরকরের কোন সুদৃষ্টি পরেনি।উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবন্ধুর ঘোষণা বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মোঃ আওলাদ হোসেন। আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলার মহিলা নেত্রী রাজিয়া সুলতানা, ফরিদপুর জেলার আমিনুল ইসলাম, চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সাগর, পটুয়াখালী জেলার নাসিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, জব্বার ভূইয়া, মাসুদ রানা প্রমুখ।