নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশে আর কখনো ১৫ই আগস্ট ও ২১শে আগস্টের পুনরাবৃত্তি ঘটতে দেয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু।আজ ৩০ আগস্ট ২০২৩ বুধবার বিকাল ৪:৩০ টায় জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি) এর উদ্যোগে ওয়াকফাহ এস্টেট মসজিদ, মতিঝিলে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ১৯৭৫’র ১৫ই আগস্ট ও ২০০৪’র ২১শে আগস্ট বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলংকজনক অধ্যায়। সেদিন ষড়যন্ত্রকারী শুধু বঙ্গবন্ধুকেই সপরিবারে হত্যা করেনি, হত্যা করেছিল স্বাধীন বাংলাদেশের স্বপ্নকে। তাদের মূল উদ্দেশ্যই ছিল বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা। তারই ধারবাহিতায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪’র ২১শে আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল। তাদের সেই ষড়যন্ত্র থেমে নেই। সেই ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয় রয়েছেন। বঙ্গবন্ধুর খুনি ও গ্রেনেড হামলার রায় অবিলম্বে পূর্ণ বাস্তবায়ন করতে হবে।মিজানুর রহমান মিজু বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশি—বিদেশি যে চক্রান্ত শুরু হয়েছে যে চক্রান্ত মোকাবেলায় দলমত নির্বিশেষে সকলকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।
এ সময় আরো বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও বিএলডিপির চেয়ারম্যান এম. নাজিম উদ্দিন আল আজাদ, কাজী আরেফ ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী মাসুদ আহমেদ, ওলামা লীগের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী, বাংলাদেশ ন্যাপের সহ—সভাপতি স্বপন কুমার সাহা, নেজামে ইসলাম পার্টির চেয়ারম্যান মাওলানা ওবায়দুল হক, বাংলাদেশ ইসলামী গণতান্ত্রিক লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, জাতীয় স্বাধীনতা পার্টির যুগ্ম মহাসচিব সিএম মানিক, শেখ বাদশা উদ্দিন মিন্টু, মহিলা সম্পাদিকা তাহিরা আক্তার, আনিছা খাতুন টুনি, আওয়ামী লীগ নেতা তাজুম ইসলাম, তরুণ সংঘের সহ—সভাপতি এস এম আমানুল্লাহ প্রমুখ। আলোচনা শেষে ১৫ই আগস্ট ও ২১ আগস্টের শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাখাওয়াত হোসেন।