নিজস্ব প্রতিনিধিঃ বঞ্চনা ও প্রতারণার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধের জাতীয় আদিবাসী পরিষদের লড়াই – সংগ্রামের ৩দশক (১৯৯৩-২০২৩) পূর্তি উদযাপন উপলক্ষে আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রদান, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন এবং পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন ৩০ আগস্ট ২০২৩, বুধবার, সকাল ১০.৩০ মিনিটে, জহুর হোসেন চৌধুরী অডিটোরিয়াম, জাতীয় প্রেস ক্লাব, সেগুনবাগিচা, ঢাকা।
জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন এর সভাপতিত্ব সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির মুখপাত্র ও দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম। বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক রোবায়েত ফেরদৌস, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সহ সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ গণ আজাদী লীগ সভাপতি এস কে সিকদার, জাতীয় আদিবাসী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নরেন চন্দ্ৰ পাহান, জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলার সভাপতি সন্তোষ সিং বাবু, জাতীয় আদিবাসী পরিষদ নাটোর জেলার সভাপতি রুঘুনাথ এক্কা