নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি ক্ষমতায় আসলে দেশকে ব্যর্থতার দিকে নিয়ে যাবে বলে মন্তব্য করেন আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় (সিরডাপ) এর এটিএম শামসুল হক মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ সংগঠন কর্তৃক আয়োজিত আগস্ট ট্র্যাজেডি, জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে হলে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আসতে হবে। শেখ হাসিনা দেশকে একটি একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বিএনপি ক্ষমতায় আসলে দেশকে বিড়ম্বনার দিকে নিয়ে যাবে,দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করবে।
তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পিছনের মূল খলনায়ক ছিল জিয়াউর রহমান। খন্দকার মোশতাক এবং জিয়াউর রহমানসহ বঙ্গবন্ধুকে হত্যা করেছে। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে যুদ্ধাপরাধীদেরকে নিয়ে রাষ্ট্র গঠন করে যারা আইয়ুব খানের শাসনামলে মন্ত্রী ছিলেন। আমার প্রশ্ন হলো জিয়াউর রহমান কি বাংলাদেশে আর মানুষ খুঁজে পায় নি? এরপর যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তিনি তাদেরকে দেশের উচ্চ পর্যায়ে দায়িত্ব দিয়েছে।এট থেকে প্রমাণিত জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার মূল খলনায়ক। জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে দেওয়ার চেষ্টা করেছে।

তিনি আরো বলেন, জিয়াউর রহমানকে অনেক অনুরোধ করার পরেও তিনি বঙ্গবন্ধুর হত্যার বিচার করেননি।এরপর ২০০৪ সালের ২১ শে আগস্ট তারেক রহমান ও খালেদা জিয়াসহ শেখ হাসিনাকে গ্রেনেড হামলা করে হত্যার চেষ্টা করেছিলো।খালেদ জিয়া তখন বলেছে শেখ হাসিনা নাকি নিজের ব্যাগে করে গ্রেনেড নিয় এসেছে। তারা ১৯ বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। বিএনপি স্বাধীননতা বিরোধী। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যার খুনিদের শাস্তি দিয়েছে। এখনো কিছু খুনি দেশের বাহিরে পলাতক আছে।তাদেরকেও শাস্তি দেওয়া হবে।এতে আরো উপস্থিত ছিলেন,বিচারপতি সামছুদ্দিন মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন,জাতীয় গ্রন্থাগারের পরিচালক মিলন, দৈনিক বাংলা পত্রিকার সম্পাদক হাফিজুর রহমান,সম্প্রীতি বাংলাদেশে সংগঠনের আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়, সম্প্রীতি বাংলাদেশ সংগঠনের সদস্য সচিব ডা.মামুন আল মাহতাব স্বপ্নীল,সম্প্রীতি বাংলাদেশ সংগঠনের যুগ্ম আহবায়ক উত্তম কুমার বড়ুয়া,মেজর জেনা: মো.আলী সিকদার প্রমুখ