বাপ্পী এদবরঃ রাজধানী ঢাকায় প্রতিনিয়তই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। আর তাই নগরীর পথচারীদের মাঝে ডেঙ্গু সচেতনতা তৈরি করতে ব্যাতিক্রম ধর্মী এক উদ্যোগ নিয়েছে তরুন স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটি।
১৪ আগষ্ট ঢাকা মহানগরীর প্রেসক্লাবে সচেতনতামূলক এই ক্যাম্পেইন এর আয়োজন করে তরুণ এই স্বেচ্ছাসেবীরা। সকাল ১০ টায় ঢাকা প্রেসক্লাবে পৌছে রাস্তার মাঝে মশারী টানিয়ে তাতেই বসে যান তারা।
এছাড়াও পথচারীদের দৃষ্টি আকর্ষন করতে নানা বার্তা সংবলিত প্লাকার্ড নিয়েও অবস্থান করেন তারা।
পুরো আয়োজনটিতে অংশ নেয় সংগঠনটির ২০ জন তরুণ।
তারা জানান, এই নগর ডেঙ্গুমুক্ত রাখার দায়িত্ব আমাদের সবার তাই,সকলেই যাতে ব্যাক্তি পর্যায়ে সচেতন হয় তাই এই উদ্যোগ তাদের।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির নির্বাহী কমিটির সদস্য বিনীতা রহমান, স্বেচ্ছা সেবী স্বমনয়ক মোস্তাকিম আহমেদ, ঢাকা টিমের কো-অর্ডিনেটর টিমের সদস্য আজিজুন তমা, সানজিদা সেতু । এমন ব্যতিক্রমধর্মী কার্যক্রম কে সাধুবাদ জানিয়েছে সকলে।