গাছ লাগান-জীবন বাঁচান’, plant tree save life’s র্শীষক আলোচনা সভা এবং বৃক্ষ রোপণ অভিযান অভিযান শুরু করেছে নোঙর বাংলাদেশ

0
111

নিজস্ব প্রতিনিধিঃ-গত ১৪ জুলাই ২০২৩, শুক্রবার সকাল ১০:০১মিনিটে ‘ছবিরহাট প্রাঙ্গণে এ সভার শুরুতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটর পাশে একটি কৃষ্ণচূড়া গাছ রোপন করার মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।আলোচনা সভার শেষে উদ্যানের বিভিন্ন স্থানে আম্রপালি, আতাফল, ছাতিম, পলাশ, নাগেশ্বর, সোনালু, কৃষ্ণচুড়া, অশ্বতহস বিভিন্ন ধরনের ফুল ও ফলের বৃক্ষরোপন করা হয়।সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও কথাসাহিত্যিক জনাব ইসহাক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মালিক খসরু, পিপিএম, সাবেক এআইজি, বাংলাদেশ পুলিশ। বীর মুক্তিযোদ্ধা জনাব শামসুজ্জান খান মিলন।

সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আহমেদ কামরুজ্জামান মজুমদার বিভাগীয় প্রধান পরিবেশ বিজ্ঞান অনুষদ, স্টামফোর্ড ইউনিভার্সিটি। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মিহির বিশ্বাস। গ্রীণ সের্ভাসের প্রতিষ্ঠাতা জনাব আহসান রনি। রিভারাইন পিপল এ-র পরিচালক আইরিন সুলতানা।নোঙর ট্রাস্ট,এ-র কার্য নির্বাহী সদস্য, জনাব মীর আকরাম উদদীন আহমেদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাবেক সভাপতি এবং নোঙর বাংলাদেশ এর কার্যনির্বাহী সদস্য জনাব, নজরুল ইসলাম মিঠু। রিভার এন্ড ডেলটা রিসার্চ সেন্টার এ-র চেয়ারম্যান জনাব মোহাম্মদ এজাজ। বাংলাদেশ প্রকৃতি সংরক্ষণ জোট (বিএনসিএ) যুগ্ম আহবায়ক জনাব ইবনুল সাঈদ রানা। পরিবেশবাদী এবং এডভোকেট জনাব শফিক রহমান। আব্দুল ওহাব, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ প্রকৃতি সংরক্ষণ জোট। লেখক, প্রকাশক এবং, এক রঙা এক ঘুড়ি প্রতিষ্ঠাতা নীল সাধু এবং বন কর্মকর্তা জনাব আমিরুল হাসান।

এ সময় আরো উপস্থিত ছিলেন নোঙর বাংলাদেশ এর নির্বাহী সদস্য আনোয়ার ফরিদী, শ্যামলী খান, জনাব ফজলে সানি, আবুল কালাম আজাদ চৌধুরী, বাহারুল ইসলাম টিটু, মাজেদুল ইসলাম, এফএইচ সবুজ, রফিক সাদি, মোঃ শফিকুল ইসলাম, অনিকেত রেজা, বাপ্পি খান, নবাব আমিন, নাসির খান, সনাতন উল্লাস, শৈশব, হাবিব আহমেদ নচি, কামাল মোস্তফা, সুরাইয়া আক্তার চিশতী, দর্পন জামিল, আবদুস সামাদ টোকা, শুভ সোমা, এস এম হাসানুজ্জামানসহ আরো অনেকে।বৃক্ষ রোপণ শেষে সংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আশরাফুল কবির কনক, আবির বাঙালি, হাবিব আহমেদ নচি, রফিক সাদি, চারু, ইফতেখার ইফতি। কবিতা পাঠ করেন কবি রাসেল আশেকী।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নোঙর বাংলাদেশ এ-র নির্বাহী সদস্য, ও সংস্কৃতি কর্মী আবির বাঙালি। সঞ্চালনা এবং সভাপতিত্ব করেন সুমন শামস, চেয়ারম্যান, নোঙর বাংলাদেশ ট্রাস্ট।বিশেষ সহযোগিতা ও কৃতজ্ঞতায় ছবির হাট এবং আপন ওয়েডিং।‘গাছ লাগান-জীবন বাঁচান’, plant tree save life’s র্শীষক আলোচনা সভা এবং বৃক্ষ রোপণ অভিযান অভিযান শুরু করেছে নোঙর বাংলাদেশ।গত ১৪ জুলাই ২০২৩, শুক্রবার সকাল ১০:০১মিনিটে ‘ছবিরহাট প্রাঙ্গণে এ সভার শুরুতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটর পাশে একটি কৃষ্ণচূড়া গাছ রোপন করার মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।আলোচনা সভার শেষে উদ্যানের বিভিন্ন স্থানে আম্রপালি, আতাফল, ছাতিম, পলাশ, নাগেশ্বর, সোনালু, কৃষ্ণচুড়া, অশ্বতহস বিভিন্ন ধরনের ফুল ও ফলের বৃক্ষরোপন করা হয়।সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও কথাসাহিত্যিক জনাব ইসহাক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মালিক খসরু, পিপিএম, সাবেক এআইজি, বাংলাদেশ পুলিশ। বীর মুক্তিযোদ্ধা জনাব শামসুজ্জান খান মিলন।সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আহমেদ কামরুজ্জামান মজুমদার বিভাগীয় প্রধান পরিবেশ বিজ্ঞান অনুষদ, স্টামফোর্ড ইউনিভার্সিটি। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মিহির বিশ্বাস। গ্রীণ সের্ভাসের প্রতিষ্ঠাতা জনাব আহসান রনি। রিভারাইন পিপল এ-র পরিচালক আইরিন সুলতানা।

নোঙর ট্রাস্ট,এ-র কার্য নির্বাহী সদস্য, জনাব মীর আকরাম উদদীন আহমেদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সাবেক সভাপতি এবং নোঙর বাংলাদেশ এর কার্যনির্বাহী সদস্য জনাব, নজরুল ইসলাম মিঠু। রিভার এন্ড ডেলটা রিসার্চ সেন্টার এ-র চেয়ারম্যান জনাব মোহাম্মদ এজাজ। বাংলাদেশ প্রকৃতি সংরক্ষণ জোট (বিএনসিএ) যুগ্ম আহবায়ক জনাব ইবনুল সাঈদ রানা। পরিবেশবাদী এবং এডভোকেট জনাব শফিক রহমান। আব্দুল ওহাব, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ প্রকৃতি সংরক্ষণ জোট। লেখক, প্রকাশক এবং, এক রঙা এক ঘুড়ি প্রতিষ্ঠাতা নীল সাধু এবং বন কর্মকর্তা জনাব আমিরুল হাসান।এ সময় আরো উপস্থিত ছিলেন নোঙর বাংলাদেশ এর নির্বাহী সদস্য আনোয়ার ফরিদী, শ্যামলী খান, জনাব ফজলে সানি, আবুল কালাম আজাদ চৌধুরী, বাহারুল ইসলাম টিটু, মাজেদুল ইসলাম, এফএইচ সবুজ, রফিক সাদি, মোঃ শফিকুল ইসলাম, অনিকেত রেজা, বাপ্পি খান, নবাব আমিন, নাসির খান, সনাতন উল্লাস, শৈশব, হাবিব আহমেদ নচি, কামাল মোস্তফা, সুরাইয়া আক্তার চিশতী, দর্পন জামিল, আবদুস সামাদ টোকা, শুভ সোমা, এস এম হাসানুজ্জামানসহ আরো অনেকে।বৃক্ষ রোপণ শেষে সংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আশরাফুল কবির কনক, আবির বাঙালি, হাবিব আহমেদ নচি, রফিক সাদি, চারু, ইফতেখার ইফতি। কবিতা পাঠ করেন কবি রাসেল আশেকী।শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নোঙর বাংলাদেশ এ-র নির্বাহী সদস্য, ও সংস্কৃতি কর্মী আবির বাঙালি। সঞ্চালনা এবং সভাপতিত্ব করেন সুমন শামস, চেয়ারম্যান, নোঙর বাংলাদেশ ট্রাস্ট।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে