৩ নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত পিরোজপুর সদর থানা কতৃক পরিচালনায় বিট পুলিশ ও মতবিনিময় সভায় অনুষ্ঠিত

0
86

নিজস্ব প্রতিনিধিঃ- ৩ নং দুর্গাপুর ইউনিয়ন পরিষদ আয়োজিত পিরোজপুর সদর থানা কতৃক পরিচালনায় বিট পুলিশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর থানা অফিসার ইনচার্জ, জনাব আবির মোহাম্মদ হোসেন।সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান জনাব নোমান মৃধা সাহেব।দুর্গাপুরের সূর্য সন্তান মুক্তিযুদ্ধাবৃন্দ ও এলাকার গন্যমান্য বিশেষ ব্যক্তিবর্গ। সকল ওয়ার্ডের ইউপি সদস্য ও সদস্যাগন।অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন জনাব আকবর হোসেন, সদস্য ৫ নং ওয়ার্ড।সম্নানিত এলাকাবাসী* আপনার ছেলে/মেয়ে কার সাথে চলাফেরা করে তা আপনি খেয়াল রাখেন।* কত রাত্রে বাড়ী ফেরে তা খেয়াল রাখেন।* বিড়ি বা নেশা জাতিয় অন্য কিছুর সাথে জরিত কিনা তা খেয়াল রাখুন।* ইন্টারনেট জাতীয় গেমস্,পাবজি কেরাম,লুডু কিম্বা অযথা কোন খারাপ বন্ধুদের মেলামেশা থেকে বিরত রাখুন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে