এম.এ.রফিক :-জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বিয়ারা পলাশতলা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার আন্তঃহাউজ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে ড. মোহাম্মদ শহীদুল্লাহ একাদশ বনাম কাজী নজরুল ইসলাম একাদশ। খেলার উদ্বোধন করেন বিয়ারা পলাশতলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান। উপস্থিত ছিলেন, দুলাল মাস্টার, শামসুল হক, জাফর আলী,ইউপি সদস্য সোহরাব আলী, ম্যানেজিং কমিটির সদস্য এমদাদুল হক, নাজমুল হক তোতা, শফিকুল ইসলাম প্রমুখ। খেলায় কাজী নজরুল ইসলাম একাদশ জয়লাভ করে। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান সহ অন্যান্যরা।
