প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডেমোক্রেটিক পাটির শুভেচ্ছা

0
22

নিজস্ব প্রতিনিধিঃ ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান এস. এম. আশিক বিল্লাহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদ পুনর্মিলনের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এবারের পবিত্র ঈদ-উল-আজহা শান্তিপূর্ণভাবে সারাদেশে উদযাপন করা হয়েছে। দলের কার্যালয় রাজধানীর হাতির পুলে ৭/২ ইস্টার্ন প্লাজায়  নেতাকর্মীদের নিয়ে এক ঈদপুনর্মিলনি সভায় তিনি এসব কথা বলেন।তিনি বলেন ,‘‘ ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের মেয়রদের কোরবানির বর্জ্য নিষ্কাশনে যে দ্রুত ব্যবস্থা নিয়েছেন ও দক্ষতার পরিচয় দিয়েছেন তা অতি প্রসংশার যোগ্য।

সারাদেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করায় আইনশৃঙ্খলা বাহিনীকেও ধন্যবাদ জ্ঞাপন। তিনি আরো বলেন এবার পরিবহন, নৌ-পথ, রেলপথে যাতায়াতে কোনো বিঘ্ন ঘটেনি। এ জন্য সরকারকে সাধুবাদ জানাই। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংলাপের জন্য সকল দলকে নির্বাচনে অংশগ্রহণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ভূমিকা গণতন্ত্রের স্বার্থে। বর্তমানে রাজনীতিতে প্রতিহিংসা পরিহার করে শান্তির পক্ষে সমাধাণের জন্য ডেমোক্রেটিক পার্টি আশা করে। ’

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ-এর প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন, আওয়ামী লীগের নেতা তাজুল ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা ঐক্য, শিক্ষা, শান্তি, প্রগতির মধ্যদিয়েই স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে