আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ফাঁসানোর অভিযোগ!

0
30

ভোলার লালমোহন উপজেলায় চরভূতা ইউনিয়নের হরিগঞ্জ বাজার আওয়ামী লীগের অফিস ভাংচুর করেছে দুর্বৃত্তরা। তবে আওয়ামী লীগ নেতারা বলছে আওয়ামী লীগের লোকজনই অফিস ভাংচুর ও গুলিবর্ষণ করেছে। শনিবার (২৪ জুন) রাত সাড়ে ৮ টার দিকে এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকদিন যাবত বর্তমান এমপি নুরুন্নবী চৌধুরী শাওনের লোকজন লালমোহন পৌরসভা থেকে এসে আমাদের হরিগঞ্জ বাজারের শোডাউন দিচ্ছে, শনিবার এশারের নামাজের পর হঠাৎ তারা ৩৫-৪০টি মোটরসাইকেলে করে ৭০-৮০ জন যুবক গুলিবর্ষণ ও বোমা ফাটিয়ে আওয়ামী লীগ অফিসে হামলা চালায়। এসময় অফিসের আশপাশে থাকা সাধারণ মানুষ আতঙ্কে ছুটোছুটি শুরু করে। পরে তারা অফিসের চেয়ার-টেবিল ভাংচুর করে।

চরভূতা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চরভূতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হোসেন হাওলাদার জানান, আমরা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা, বিবিএস ও নাহী গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার এর সমর্থন করছি। এর জের ধরেই, লালমোহন-তজুমদ্দিনের বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হতে হয়েছে এবং কয়েকশো দলের দুর্দিনের ত্যাগী নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সামনে ঈদকে কেন্দ্র করে আমাদের নেতাকর্মীরা যাতে এলাকায় থাকতে না পারে, একারনে বর্তমান সাংসদের চিহ্নিত সন্ত্রাসী মেহের, মাসুম, অভির নেতৃত্বে ৭০-৮০ জন সন্ত্রাসী লালমোহন পৌরসভা থেকে হরিগঞ্জ বাজারে এসে পুলিশের সহযোগিতায় আওয়ামী লীগের অফিস ভাঙচুর করে আমাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। এই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের লোকজন প্রতিবাদ করায় তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘরে হামলা করা হয়েছে এবং কয়েকজনকে শারীরিক নির্যাতন করা হয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। তিনি হস্তক্ষেপ না করলে আমার সুষ্ঠু বিচার পাবো না

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে