রাজধানীতে উদ্বোধন হলো দেশের প্রথম ও পূর্ণাঙ্গ আকুপাংচার চিকিৎসা কেন্দ্র, শশী হাসপাতাল

0
27

নিজস্ব প্রতিবেদক : রাজধানী শান্তিনগর চামেলীবাগে শশী হাসপাতালটির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে, বীর মুক্তিযোদ্ধা জনাব আসাদুজ্জামান খান, এমপি, মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সজীব শেখ ও হাসপাতালের ভিজিটিং কনসালটেন্ট ডা. এস, এম, শহীদুল ইসলাম।

উদ্বোধন অনুষ্ঠানের পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আকুপাংচার চিকিৎসায় দেশে এই হাসপাতাল ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন। এরকম হাসপাতাল যদি রাজধানীর সহ সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় তাহলে দেশের স্বাস্থ্য খাত অনেক উন্নত হবে এবং সেবার মান বৃদ্ধি পাবে। দেশের স্বাস্থ্য খাত উন্নত হলেই বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়ে তোলা যাবে। উদ্বোধন উপলক্ষে হাসপাতালটির বিভিন্ন বিভাগের চিকিৎসা সেবায় বিশেষ মূল্য ছাড়ের ব্যবস্থা রেখেছেন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে