নিজস্ব প্রতিনিধিঃ ১৭ জুন, শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আম-জনতা পার্টির উদ্যোগে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি হাসিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় কংগ্রেস পার্টির কেন্দ্রীয় সভাপতি এডভোকেট কাজী রেজাউল, বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের এক্স ট্রেজারার এডভোকেট কামাল হোসেন, বাংলাদেশ আম-জনতা পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট জাহিদুল করিম মিয়াজী, দপ্তর সম্পাদক এনামুল কবির, অর্থ বিষয়ক সম্পাদক খুসবু আক্তার আলো ও অন্যান্যরা।
সভাপতির বক্তব্যে হাসিবুর রহমান তালুকদার বলেন, বাংলাদেশ আম-জনতা পার্টি বাংলাদেশের সকল জনগণের একটি উন্মুক্ত মঞ্চ ও রাজনৈতিক সংগঠন। বাংলাদেশের লেজুরভিত্তিক রাজনীতি থেকে নতুন প্রজন্মের জন্য বাংলাদেশ আম-জনতা পার্টি একটি ব্যতিক্রম মঞ্চ। বাংলাদেশ আম-জনতা পার্টি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশ্বাসী এবং সার্বভৌম বাংলাদেশকে সংরক্ষণের জন্য সদা জাগ্রত। বাংলাদেশ আম-জনতা পার্টি সৌহার্দ্যপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে। প্রতি হিংসার রাজনীতি থেকে সমগ্র দেশ ও জাতিকে মুক্তি দিতে বাংলাদেশ আম-জনতা পার্টি অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশের মানুষের শিক্ষা, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে কাজ করবে বাংলাদেশ আম-জনতা পার্টি। বাংলাদেশ আম-জনতা পার্টি কে আপনারা দেশ ও জাতিকে উন্নতি করার সার্বিক সহযোগিতা করবেন এটা আমার বিশ্বাস। আমরা কোন ব্যাক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নই।
আমরা বাংলাদেশ ও মানুষের জন্য কাজ করার জন্য আপনাদের সমর্থন চাই। আমরা বাংলাদেশকে উন্নত বিশ্বের পর্যায়ে প্রতিষ্ঠা করতে অক্লান্ত পরিশ্রম করার জন্য প্রস্তুত। এদেশের মানুষের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ রাজনৈতিক বিশ্লেষনের প্রেক্ষাপটে বাংলাদেশ আম-জনতা পার্টি প্রতিষ্ঠিত। নতুন প্রজন্ম ও সময়ের প্রেক্ষাপটে আম-জনতা পার্টি একটি মাইল ফলক রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ তথা সমগ্র বিশ্বে একটি আদর্শ হিসেবে গৃহীত হবে। জাতীয় নির্বাচনে আমরা আপনাদের সমর্থন ও সহযোগিতা নিয়ে অংশগ্রহণ করতে চাই।সুজলা সুফলা নদী মাত্রিক বাংলাদেশের সকল মানুষের মুখে হাসি ফোটানো আমাদের উদ্দেশ্য। আমরা বাংলাদেশ আম-জনতা পার্টি ন্যায় বিচার ও সুষম বন্টন প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করবো। জয় হোক মেহনতি মানুষের, জয় বাংলাদেশ, জয় জনতা।