নিজস্ব প্রতিনিধিঃ “বঙ্গবন্ধু আমার আদর্শ, বঙ্গবন্ধু আমার চেতনা” শ্লোগানে উজ্জীবিত হয়ে গতকাল ৭-৫-২০২৩ কলকাতার ঐতিহ্যবাহী কফি হাউজে সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু লেখক পরিষদের প্রধান উপদেষ্টা বাংলা একাডেমি পুরুষ্কারপ্রাপ্ত কবি শিশুসাহিত্যিক কবি আসলাম সানীর সম্মতিক্রমে সংগঠনের সভাপতি বাংলা একাডেমির পুরুষ্কারপ্রাপ্ত কবি রহীম শাহ এবং সাধারণ সম্পাদক আসাফোর প্রেসিডিয়াম মেম্বার কবি বাপ্পী রহমান স্বাক্ষরিত ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেন।

বঙ্গবন্ধু লেখক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আসাফোর প্রেসিডিয়াম মেম্বার কবি বাপ্পী রহমান।বঙ্গবন্ধু লেখক পরিষদ কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত শাখার আহবায়ক নির্বাচিত হন মহিবুর রহমান এবং সদস্য সচিব নির্বাচিত হন পৃথ্বিরাজ সেন।সদস্য নির্বাচিত হন যথাক্রমে (১)ড.মৃণালকান্তি সাহা (২)বিধানেন্দু পুরকায়েত (৩)তাজিমুর রহমান (৪)গার্গী সেনগুপ্ত (৫)রাসেদা পারভীন (৬)বেবী চক্রবর্তী (৭)দিলীপ কুমার পাত্র (৮)বিপ্লব দাস (৯) সুরশ্রী রায় চৌধুরী। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কফি হাউসের চারপাশে পত্রিকার সম্পাদক ড. মৃণালকান্তি সাহা এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি মহিবুর রহমান।