নিজস্ব প্রতিবেদক : বিগত ৩১/৫/ ২০২৩ ইং তারিখ শ্রী শ্যামল ঘোষ কর্তৃক ওয়ারী থানায় দায়ের কৃত এজাহারের প্রেক্ষিতে পুলক ঘটককে আসামী করে ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করিয়া উহার অনুভূতিতে ইচ্ছাকৃত ভাবে কঠোর আঘাত হানার দায়ে মামলা করা হয়। অভিযোগে বলা হয় পুলক ঘটক ওরফে অমিও ঘটক পুলক, পিতা- মনীন্দ্রনাথ ঘটক, মাতা- কল্যাণী ঘটক রংপুর, তাহার ফেসবুক আইডিতে শিবলিঙ্গের ছবি দিয়ে বাজে ভাষা ব্যবহার করে অসম্মানজনক কমেন্টস করেন। যাহা পরবর্তীতে ফেসবুক আইডিতে ছড়িয়ে পড়ে এবং সনাতন ধর্মীয় মানুষের ধর্মীয় অনুভূতিতে ব্যাপকভাবে আঘাত হানে। পরবর্তীতে উক্ত অভিযোগ পত্রের ভিত্তিতে অভিযোগ গ্রহণ করিয়া ফায়ার আকারে মামলা দায়ের করেন। যাহার নম্বর থানা মামলা নং ৪১।