স্বাধীনতা সংগ্রামে সিরাজুল আলম খানের অবদান অনস্বীকার্য – গোলাম মোহাম্মদ কাদের

0
22

ঢাকা, শুক্রবার, ০৯ জুন ২০২৩ : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতার নিউক্লিয়াস এর প্রতিষ্ঠাতা ও ত্বাত্ত্বিক রাজনৈতিক ব্যক্তিত্ব সিরাজুল আলম খান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক শোক বার্তায় প্রয়াত এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোকার্ত স্বজনদের প্রতি সমবেদনা জানান তিনি।শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, স্বাধীনতা সংগ্রামে সিরাজুল আলম খানের অবদান অনস্বীকার্য। তিনি আজীবন দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছেন।মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতার নিউক্লিয়াস এর প্রতিষ্ঠাতা ও ত্বাত্ত্বিক রাজনৈতিক ব্যক্তিত্ব সিরাজুল আলম খান এর মৃত্যুতে একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে