বাস্তবতা বিবর্জিত লুটপাটের বাজেট প্রস্তাবিত হয়েছে, যেখানে ঋণখেলাপি ও পাচারকারীদের সুবিধা করে দিয়ে জনগণের উপর বিদেশী ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে- গণফোরাম

0
51

নিজস্ব প্রতিনিধিঃ দেশের চলমান সংকট উত্তরণে ও জাতীয় রাজনীতিতে ইতিবাচক ভ‚মিকা রাখা এবং গণফোরামকে তৃণমূলে সুসংগঠিত করার লক্ষ্যে আজ ৩ জুন-২০২৩ শনিবার, সকাল ১০ টায় গণফোরাম কেন্দ্রীয় কার্যালয় (ইডেন কমপ্লেক্স ২/১-এ আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০)-এ কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গণফোরাম সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জননেতা মোস্তফা মোহসীন মন্টু।

সভায় সভাপতির বক্তব্যে মোস্তফা মোহসীন মন্টু বলেন- দেশে এক ভয়ংকর রাজনৈতিক সংকট বিরাজ করছে। বর্তমান সরকার অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করায় জনগণের প্রতি এদের দায়বদ্ধতা নেই। বাস্তবতা বিবর্জিত লুটপাটের বাজেট প্রস্তাবিত হয়েছে, যেখানে ঋণখেলাপি ও পাচারকারীদের সুবিধা করে দিয়ে জনগণের উপর বিদেশী ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। এ বাজেট জনগণের বাজেট নয়, বরঞ্চ ধনী গরীবের বৈষম্য আকাশ পাতাল করে তুলবে। এই গণবিরোধী বাজেট গণফোরাম প্রত্যাখ্যান করছে। গণফোরাম বিশ্বাস করে একমাত্র জনগণের সরকারই জনগণের বাজেট করতে পারে। সেই জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্দলীয়-নিরপেক্ষ সরকারের দাবীতে আন্দোলন চালিয়ে যাবে গণফোরাম।

সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন- এই বাজেট দেশে অরাজকতা সৃষ্টি করবে। আগামী নির্বাচনকে কেন্দ্র করে সরকার যে বাজেট উত্থাপন করেছে সেখানে জনগণের কোন সম্মতি নেই কারণ এই নিশিরাতের সরকারের অধীনে এদেশের জনগণ কোন নির্বাচন চায়না। বেকার যুব সমাজের কর্মসংস্থান, নিম্নবৃত্ত-নিম্ন মধ্যবৃত্ত ও মধ্যবৃত্ত মানুষের জন্য এই বাজেট মরার উপর খারার ঘা। অবৈধ সরকারের পদত্যাগ ব্যতীত জনবান্ধব বাজেট কখনোই সম্ভব নয়। তাই অবিলম্বে বর্তমান কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগের জোর দাবি জানাচ্ছি।

উপস্থিত ছিলেন গণফোরাম অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট মহিউদ্দিন আব্দুল কাদের, সভাপতি পরিষদ সদস্য- বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুল হক সরকার, শ্রী রতন ব্যানার্জী, আব্দুল হাসিব চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা খান সিদ্দিকুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল বারী হামিম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলীনূর খান বাবুল, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ মির্জা হাসান, তথ্য ও গণমাধ্যম সম্পদাক মুহাম্মদ উল্লাহ মধু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ নাছির হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক তাজুল ইসলাম, জলবায়ু ও পরিবেশ সম্পাদক রনজিত সিকদার, ছাত্র সম্পাদক অ্যাডভোকেট মোঃ সানজিদ রহমান শুভ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে