সেপ্টেম্বর কানেক্টিকাটের নিউ হ্যাভেন শহরে অনুস্ঠিত হতে যাচ্ছে ৩৭তম ফোবানা সম্মেলন-২০২৩

0
57

২রা সেপ্টেম্বর নর্থ আমেরিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ফোবানা সম্মেলন ২০২৩। বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অফ কানেকটিকাটে ফোবানা সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
৩১মে ২০২৩ সকাল ১০ টায় বাংলাশে জাতীয় প্রেসক্লাবের মানিক মেয়ে হলে এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউএসএ’র সভাপতি (বাক) এর আহবায়ক নুরুল আলম নুরু। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অন্যান্য নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্যে থেকে জানা যায় ফোবানা উত্তর আমেরিকা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমূহের সম্মিলিত একটি সংগঠন। এই সংগঠনে ফোবানার তত্ত্বাবধানে প্রতিবছর আমেরিকার লেবার ডে, উইকেন্ডে কোন না কোন স্টেটে ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হয়, যা শুরু হয়েছিল ১৯৮৭ সালে। তারই ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো ৩৭ তম ফোবানা সম্মেলনের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন অফ কানেকটিকাট (বাক)।
আগামী সেপ্টেম্বর ২ ও ৩ তারিখে কানেক্টিকাটের নিউ হ্যাভেন শহরে আমিন হোটেল ২দিন ব্যাপী এই সম্মেলন অনুস্ঠিত হবে। সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে বাংলাদেশের কৃস্টি,কালচার ও সংস্কৃতিকে উত্তর আমেরিকায় প্রসার করা। এই সম্মেলনে থাকবে দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা,সমসাময়িক বিষয়ের উপর একাধিক সেমিনার,বিজনেস সেমিনার,বিভিন্ন ধরনের শাড়ী,গহনা,সেলোয়ার কামিজ ও রকমারি খাবারের স্টল। এই সম্মেলনে দেশ এবং প্রবাসের শিক্ষাবিদ,বুদ্ধিজীবি সহ কর্পোরেট বিজনেস প্রতিনিধিরা অলশগ্রহন করবেন। উত্তর আমেরিকা বিভিন্ন অঙ্গরাজ্য থেকে যে সকল সংগঠন রেজেস্টে্রশন করবেন তাদের জন্য নির্দিস্ট পরিবেশনা থাকবে।
বলাতেই সামাজিক ও অর্থনৈতিক সংগঠন। এ সংগঠনে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম হচ্ছে স্ট্যায়ারিং কমিটি। ২০২০ সালে কোবিড ১৯ এর ছোবলে সারা পৃথিবীতে এখন নিস্তব্ধ,যুক্তরাষ্ট্রে কয়েক লক্ষ লোক মারা যায় সেই পরিস্থিতিতে ফোবানা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সেবামূল্যক কাজের সাথে সম্পৃক্ত ছিলেন। তার মধ্যে অন্যতম ছিলবিনা মূল্যে কোবিড টেস্ট, বিভিন্ন পরিবারে নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহযোগিতা ইত্যাদি।

যেহেতু স্টিয়ারিং কমিটির সদস্যবৃন্দ সরাসরি ঢাকায় উপস্থিত হয়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হতে পারেনি স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ সেক্রেটারি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানান।

বাংলাদেশী আমেরিকা অ্যাসোসিয়েশন অফ কানেকটিকাট নর্থ আমেরিকার অন্যতম একটি বৃহৎ সংগঠন। এই সংগঠনটি কানেকটিকাটে সামাজিক এবং সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে থাকে। কানেকটিকাটে বাংলাদেশিদের একমাত্র সংগঠন হচ্ছে (বাক)। কানেকটিকাটে বসবাসরত বাংলাদেশীদের যেকোন সমস্যা সমাধানে এই সংগঠনটি অগ্রণী ভূমিকা পালন করেন। কোবিড১৯ মহামারীর সময় সকল ধরনের সহযোগীতা করেন এই সংগঠনটি। কোবিডে মারা যাওয়া সকল বাংলাদেশীদের সাহায্য-সহযোগিতা হাত দাড়িয়েছেন। এই সংগঠনটির প্রথমবারের মতো হোস্ট কমিটির দায়িত্ব হাতে নিয়েছে। অতীতে নিউ ইয়ার্ক এবং মেসিশ্যূয়টেসর বোস্টন শহরের অনেকবার ফোবানা সম্মেলন হলেও এই দুইয়ের মাঝামাঝি অবস্থিত কানেক্টিকাটে এই প্রথম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বারেই ফোবানায় কানেক্টিকাটে “প্রবাসে একখণ্ড বাংলাদেশ” উপহার দিবে সেই লক্ষ্যকে সামনে রেখে হোস্ট কমিটি কাজ করছে। প্রবাস ছাড়াও বাংলাদেশ থেকে বেশ কয়েকজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে জানান। তারমধ্যে তাহসান মনির খান প্রমূখ।
ফোবানা সম্মেলনের সার্বিক সহযোগিতা করেন নিউইয়র্ক থেকে ফোবানা স্টিয়ারিং কমিটির আলী ইমাম শিকদার,শাহ নেওয়াজ, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান, ভাইস চেয়ারম্যান কাজী আজম, এবং এসিস্ট্যান্ট সেক্রেটারি মাকসুদুল হক চৌধুরী,বাংলাদেশ থেকে শেখ রফিকুল ইসলাম বাবলু ও মোহাম্মদ ইসমাইল।

সংবাদ সম্মেলনে মাধ্যমে বাংলাদেশ এবং উত্তর আমেরিকা শহর পৃথিবীজুড়ে সকল বাংলাদেশীদের সম্মেলনে উপস্থিত হওয়ার এখন সাফল্যমন্ডিত করার আহ্বান জানান। ফোবানা সম্মেলনের সকলের সহযোগিতা কামনা করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে