নিজস্ব প্রতিনিধিঃ অদ্য ২৭ মে ২০২৩ খ্রিঃ তারিখ শনিবার সকাল ১১.৩০ ঘটিকায় বাংলাদেশ হিন্দু পরিষদের আয়োজনে ঢাকাস্থ প্রেস ক্লাব চত্ত্বরে নড়াইল জেলাধীন শত বছরের প্রাচীন কালিদাস ট্যাংকের নাম পরিবর্তন করে লালমিয়া পুকুর বিউটিফিশেন করা’সহ সারাদেশে চলমান হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন অবদান, ইতিহাস, ঐতিহ্য ও অস্তিত্ব ধংসের ঘৃণ্য সাম্প্রদায়িকতার প্রতিবাদে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হিন্দু পরিষদের সম্মানিত সিনিয়র সহ-সভাপতি বাবু অনুপ কুমার দত্ত মহোদয়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সংগঠনের সাধারন সম্পাদক সাজন কুমার মিশ্র, মুখপাত্র অ্যাড. সুমন কুমার রায়, সাংগঠনিক সম্পাদক দেবাশিস সাহা’সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সংগঠনের সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্র বলেন, বারংবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ ও প্রতিরোধ করার পরেও একটি কুচক্রী মহল দেশকে পাকিস্থান-আফগানিস্থানের মতো অস্থিতিশীল দেশ বানানোর লক্ষ্যে প্রতিনিয়ত হিন্দু সম্প্রদায়ের শতশত বছরের ঐতিহ্য, ইতিহাস ও অবদান মুছে ফেলার কার্যক্রম অব্যাহত রাখছে। আমরা এই ঘটনায় তীব্র ঘৃনা ও নিন্দা প্রকাশ করছি এবং এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে সরকারকে অনুরোধ জানাচ্ছি। এ্কই সাথে অনতিবিলম্বে কালিদাস ট্যাংকের নাম পুনবহাল করা’সহ সারাদেশে হিন্দু সম্প্রদায়ের যেসকল ঐতিহ্য, ইতিহাস ও অবদান মুছে দেয়া হয়েছে সেগুলোও পুনবহালের জোর দাবী জানাচ্ছি।
উপস্থিত বক্তারা বলেন সারাদেশে হিন্দু সম্প্রদায়ের শতশত বছরের ঐতিহ্য, ইতিহাস ও অবদানকে ধুলিসাৎ করার লক্ষ্যে একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে অপচেষ্টা করে যাচ্ছে। তারা সরকারের বিভিন্ন উচ্চমহলকেও এই ঘৃণ্য কার্যক্রমে জড়িত করছে। যা আগামীর দেশ ও জাতির জন্য একটি অশনিসংকেত। সারাদেশে হিন্দু সম্প্রদায়ের যেসকল ঐতিহ্য, ইতিহাস ও অবদান মুছে দেয়া হয়েছে সেগুলোও পুনবহালের জোর দাবী জানিয়েছে এবং আগামীর ০৭ দিনের মধ্যে কালিদাস ট্যাংকের নাম পুনবহালের দাবী জানিয়েছে, অন্যথায় বাংলাদেশ হিন্দু পরিষদের নেতৃত্বে সারাদেশে কঠোর কর্মসূচী দেওয়া হবে মর্মে ঘোষণা করছে। আরো উপস্থিত ছিলেন, হিন্দু লীগের সভাপতি বাবু দিপক, প্রদীপ চন্দ্র, নিহার হালদার, অমর চক্রবর্তী, নরেন্দ্রনাথ মজুমদার, সাগর কর্মকারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।বক্তাগণ সকল হিন্দু সম্প্রদায়ের শতশত বছরের ঐতিহ্য, ইতিহাস ও অবদান ধুলিসাতের সকল ষড়যন্ত্র বন্ধ করা’সহ দেশকে সাম্প্রদায়িকমুক্ত রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন।