মতিঝিলস্থ হাসপাতাল জোনের ২০ তলা বিশিষ্ট্য ১নং ভবন কল্যান পরিষদের কার্যকারী কমিটির নির্বাচন ২০২৩-কেরামত-সাদ্দাম প্যানেল জয়ী

0
72

বাপ্পী এদবরঃ ২০ মে ২০২৩ শনিবার রাজধানীর এজিবি কলোনীতে মতিঝিলস্থ হাসপাতাল জোনের ২০ তলা বিশিষ্ট্য ১নং ভবন কল্যান পরিষদের কার্যকারী কমিটির নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়। প্রধান নির্বাচন কমিশনার মো কামরুজ্জা সোহাগ সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন সহ ৫ সদস্যের উপস্থিতিতে নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে এ্যলোটিদের মধ্য দুটি প্যানেলে কেরামত-সাদ্দাম পরিষদ ও তারেক সুমন পরিষদের মধ্যে প্রতিদন্দিতা হয়। কমিটি আগামী ২ বছরের জন্য নির্বাচিত হয়। নির্বাচনে কেরামত-সাদ্দাম পরিষদ প্যানেল এককভাবে নির্বাচিত হয়। মোট ভোটার সংখ্যা- ১৫২, ভোট কাস্ট হয়- ১৪২, জয়ী সভাতির প্রাপ্ত ভোট-৭৮ প্রতিদন্দ্বির প্রাপ্ত ভোট- ৬৪, জয়ী সাধারণ সম্পাদকের প্রাপ্ত ভোট-৯৩ ও প্রতিদন্দ্বির প্রাপ্ত ভোট-৪৮। নির্বাচন কমিশন নির্বচনী ফলাফল ঘোষনা করলে উভয় প্যানেল ফলাফল মেনে নেয় এবং মিলে মিশে কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে