বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

0
51

নিজস্ব প্রতিনিধিঃ ১৯ মে ২০২৩ বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইউসুফ হোসেন হুমায়ুন, বিশিষ্ট আইনজীবী, আহ্বায়ক, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, সাধারণ সম্পাদক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সভার সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিভাস রঞ্জন বিশ্বাস। এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ কাউন্সিলর এবং ডেলিগেট সদস্যবৃন্দ।
সম্মেলনে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুনীল রঞ্জন বিশ্বাস তার বক্তব্যে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের দাবিসমূহ তুলে ধরেন। দাবিসমূহ নিম্ন রূপঃ
১। সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।
২। সংখ্যালঘু জাতীয় কমিশন করতে হবে।
৩।হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ফাউন্ডেশন গঠন করতে হবে।
৪। সমতল পাহাড়িদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন চাই।
৫। অর্পিত সম্পত্তি প্রত্যকন আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই
৬। পার্বত্য শান্তি চুক্তির যথাযথ বাস্তবায়ন চাই।
৭। ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন-নিপীড়নের যে অপসংস্কৃতি চালু আছে প্রতি তদন্ত সাপেক্ষে অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।
৮। ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার রোধ করার জোর দাবি জানাচ্ছি।
৯। জীবন জীবিকার প্রতিক্ষেত্রে ২০% হারে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
১০। সর্বোপরি অধিকার ও সমমর্যাদা নিয়ে একজন বাঙালি হিসেবে মানুষের মতো মানুষ হিসেবে বসবাসের নির্যতা চাই।
সম্মেলন শেষে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হন অ্যাডভোকেট বিভাস চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক নির্বাচিত হন অ্যাডভোকেট কুমার সাহা। বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ সুপ্রিম কোর্ট শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন সিনিয়র অ্যাডভোকেট প্রবীর রঞ্জন হালদার এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মিন্টু কুমার মন্ডল। সভাপতি তার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে