শুক্রবার সকাল সাতটা থেকে পল্লবীর তালতলা বস্তিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে  ৯ জনকে গ্রেফতার করে পুলিশ।

0
46

নিজস্ব প্রতিনিধিঃগ্রেফতারকৃতরা হলো-  এসএসসি পরীক্ষার্থী আশিক (২৩), আল আমিন(২০), মো. রাব্বি (২০), মো. শামীম(১৮), মো. আজিজুল (১৮), মো. মারুফ (১৯), ইব্রাহিম (১৬), সূজন (১৭) ও রাশেদ (১৬)।শুক্রবার ( ১২ মে) বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম।

ওসি পারভেজ ইসলাম- বলেন, পল্লবী এলাকায় তো এরা খালি মারামারি করে বেড়ায়। কিন্তু জড়িতরা সবাই দরিদ্র পরিবারের। তারা বস্তিতে থাকে। আশিকের বাবা একজন গাড়ি চালক। এই ঘটনায় গ্রেফতার সবার বাবা-মা দিনমজুর ও শ্রমজীবি।রাজধানীর মিরপুরের পল্লবী থানার আদর্শ নগর খালপাড় এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে গালিগালাজও মারামারি করে। সেই ঘটনায়  গত মঙ্গলবার রাত ৯টার দিকে আহত হয় কিশোর সনু (১৫) ও তার বড় ভাই তারেক (১৯) ।

মামলার বাদীর বক্তব্য হচ্ছে আমি অভিযোগ দেওয়ার পর বুঝতে পারি বিবাদী এসএসসি পরীক্ষার্থী আশিক (২৩) মারামারির ঘটনার সাথে জড়িত ছিল না। তাই আশিকের সাথে আপস করতে চাই কিন্তু থানার পুলিশ তা না মেনে এসএসসি পরীক্ষার্থী আশিক সহ মামলা রুজু করে দেয়। আশিকের পিতা মো. খালেকুজ্জামান জীবন বলেন – আমি পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম কে বলি আমার ছেলে জান্নাত একাডেমী থেকে  এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে তাকে ছেড়ে দেন কিন্তু ওসি আমার কথায় কর্নপাত না করে মামলা দিয়ে দেয়। এমনকি আমাদের সামনে পুলিশ বাদীকে বলে আসামীর পক্ষ থেকে টাকা খেয়ে  আপস করা যাবে না। বাদীকে চাপ প্রয়োগ করে আমার ছেলের বিরুদ্ধে মামলা দেয় পুলিশ।  

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে