ঢাকায় রমনা হরিমন্দিরের নির্বাহী কমিট নির্বাচিত-সভাপতি কালীপদ মৃধা,সাধারন সম্পাদক নৃপেন হীরা

0
67

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার রমনায় অবস্থিত পূর্নব্রহ্ম হরিচাঁদ মন্দিরের নির্বাহী কমিটি নির্বাচিত হয়। ৯ মে ২০২৩ সন্ধ্যা ৭.০০ টায় সকল মতুয়া ভক্তদের সম্মতি ও উপস্থিতিতে ২০২৩-২০২৫ এর জন্য নির্বাহী কমিটি নির্বাচিত হয়। নির্বাহী কমিটির সভাপতি- এড.কালীপদ মৃধা,সহ-সভাপতি-সুমন মন্ডল, সাধারন সম্পাদক-নৃপেন হীরা নির্বাচিত হয়। এ সময় আরও উপস্থিত রঞ্জিত মল্লিক,এডভোকেট পবিত্র মিস্ত্রি,সাংবাদিক সঞ্জয় বিশ্বাস, শশাঙ্ক বাবু, বিপুল সহমৌলিক, জাগোদশ বাঁগচী,হিরান্ময় বারুরি,খগেন হালদার জয়,প্রবীর হালদার, হিরেন সুজন সহ সকল মতুয়া ভক্তবৃন্দ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে