টাকা পাচার, দূর্নীতি বিরুদ্ধী সমাবেশ থেকে গ্রেফতার দুইজন বীর মুক্তিযোদ্ধা সহ ৫ জন।

0
54

নিজস্ব প্রতিনিধিঃ৯ মে  সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবে নাগরিক প্রতিবাদ সমাবেশের ব্যানারে দুইজন বীর মুক্তি যোদ্ধা  আ ব ম মোস্তফা আমীন ও আবুল বাশার  বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দিতে মানববন্ধন কর্মসূচি করেছে। বিবিএফ পার্টির আহ্বায়ক, এন ইউ আহম্মেদ এর নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।এন ইউ আহম্মেদ এর নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।।মুক্তিযোদ্ধা প্রফেসর ড:বাতেন বলেন, স্বাধীনতা অর্জনের পর থেকে পাকিস্তানিদের মতো লুটপাট করা হচ্ছে। দেশের সৎ মানুষ দের কে প্রতিহত করা হচ্ছে।

নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসছুদ্দিন  বলেন, টাকা পাঁচারের বিরুদ্ধে জনগনের ঐক্য সংগ্রাম কে মিথ্যা মামলা দিয়ে ভয় দেখানোর হীন প্রচেষ্টা লিপ্ত  সরকার।
মুহাম্মদ মাহবুব আলম চৌধুরী সদস্য সচিব, ফরওয়ার্ড পার্টি তিনি  বলেন, দূর্নীতি বাজদের আশ্রয় দাতা সরকার, দূর্নীতির বিরুদ্ধে ঐক্য হতে দিচ্ছে না।সৈয়দ হারুন অর রশিদ সোনার বাংলা পার্টি আহ্বায়ক, তিনি বলেন, দেশের মানুষের উন্নয়ন যাত্রা বাঁধা বর্তমান সরকার।সাবেক ছাত্র নেতা তৈয়ব হাবিলদার বলেন, দূর্নীতিবাজ দের রক্ষায় হাতিয়ার, বর্তমান সরকার।প্রফসর এডভোকেট জিয়াউর রহমান যুগ্ম আহ্বায়ক ফরওয়ার্ড পার্টি, তিনি বলেন দেশের মানুষ সরকারের বিরুদ্ধে যে কোন সময় গণঅভ্যুত্থান সৃষ্টি করবে ভয়ে সরকার মামলা হামলা করছে।

নাগরিক প্রতিবাদ সমাবেশের মানববন্ধনে সভাপতি এন ইউ আহম্মেদ বলেন, আওয়ামী লীগের শাসন শোষন এতো বেড়েছে,  দেশের জনগনে বাজার করার জন্য প্রতিদিনের পুঁজি  পরিমান টাকা মানুষের  নেই।তাদের জীবন যাত্রার উন্নয়ন বলতেই নেই।  আওয়ামী  মাফিয়া শাসকের লুটপাট লোকজন কে দিয়ে দূর্নীতি করে বিদেশে ৬৫ লাখ কোটি  টাকা পাঁচার হয়েছে।দুর্নীতি করার অধিকার নেই কিন্তু দূর্নীতির বিরুদ্ধে কথা বলার অধিকার আছে। ভোট চোর, লুটপাট, দূর্নীতি বিরুদ্ধী লোকজন কে হামলা মামলা ও কালো আইন কানুনে দমন করতে মরিয়া সরকার।মানুষের জীবন যাত্রা উন্নয়নে  বাঁধা হয়ে সরকার সকলের শ্রম চুরি করে রাস্তা ঘাটের উন্নয়ন করে।।

অবিলম্বে  রংপুর পীরগঞ্জ থানায় থেকে  দূর্নীতি ও টাকা পাঁচার বিরুদ্ধী অহিংসা গণঅভ্যুত্থান বাংলাদেশ আন্দোলন ও  সমাবেশ থেকে গ্রেফতার হওয়া   দুইজন মুক্তি যোদ্ধা সহ ৫ জনের জামিন দিতে বলেন।মানববন্ধন কর্মসূচি শেষ হওয়ার মধ্যে মুঠোফোনে রংপুর পীরগঞ্জ থেকে হানিফ বাংলাদেশী মাধ্যমে জানা গেছে, দুইজন বীর মুক্তি যোদ্ধা  দুপুরে জামিন হয়েছে।মানববন্ধন আনোয়ার হোসেনের সঞ্চালনায়ে আরও  বক্তব্য রাখেন,,  মহি উদ্দীন চৌধুরী লিটন, সদস্য বাসস কেন্দ্রীয় কমিটি,ফয়েজ হোসেন  বাংলাদেশ স্বাধীনতা পার্টি প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে