নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ মুসলিম লীগের উদ্যোগে আজ (১০ মে, ২০২৩) বিকাল ৩.০০টায় পল্টনস্থ দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে, দলের অন্যতম সহ-সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে, মহান মে দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রবীণ রাজনীতিবিদ মুসলিম লীগ মহাসচিব কাজী আবুল খায়ের তার বক্তব্যে বলেন, শ্রম ও শ্রমিকই তাবৎ সভ্যতা, উন্নয়ন আর অগ্রগতির মূল চালিকা শক্তি। আদর্শ সমাজ শ্রমিকদের ঘামের বিনিময়েই গড়ে উঠে। কিন্তু সভ্য যুগেও ১৭জন শ্রমিককে তাদের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য ১৮৮৬ সালের ৪ই মে অমানবিক ভাবে জীবন দিতে হয়েছিল, যা মানব সভ্যতার অন্যতম একটি কলঙ্কিত অধ্যায়। অথচ পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম, শ্রমের মর্যাদা এবং শ্রমিকের অধিকার ও নিরাপত্তা সামাজিক ভারসাম্য বজায় রেখে নিশ্চিত করেছে। প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) ঘাম শুকানোর পূর্বেই শ্রমিকের ন্যায্য পারিশ্রমিক পরিশোধের, শ্রমিক-মালিক সম্পর্ককে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক হিসাবে বিবেচনা করার, একই মানের খাবার-পোশাক ও সমমর্যাদা সম্পন্ন জীবন যাপন করতে সক্ষম মজুরী নিশ্চিত করার নির্দেশনা দিয়ে গেছেন। মহানবী (সাঃ) শ্রমিকের উপর অসহনীয় কাজের দায়িত্ব অর্পণে নিষেধ করেছেন এমনকি তিনি শ্রমিকের ন্যায্য পারিশ্রমিক যিনি পরিশোধ করবেন না শেষ বিচারের দিন তার প্রতিপক্ষ হওয়ার সতর্ক বাণী আমাদের জন্য ঘোষণা করে গেছেন। ইসলামের রীতি-নীতি ও নির্দেশনার আলোকে সরকার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্টেক হোল্ডারের শ্রমের মর্যাদা ও শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ে সচেষ্ট হতে হবে।
আরও বক্তব্য রাখেন, মুসলিম লীগের অন্যতম সহ-সভাপতি এড. আফতাব হোসেন মোল্লা, অতিরিক্ত মহাসচিব আকবর হোসেন পাঠান ও কাজী এ.এ কাফী, শ্রম সম্পাদক ইঞ্জি: ওসমান গনী, কেন্দ্রীয় নেতা এড. হাবিবুর রহমান, অধ্যাপক জাকির হোসেন, ছাত্রনেতা মোঃ নূরআলম প্রমুখ। নেতৃবৃন্দ দেশ বিদেশের সকল মেহনতি মানুষকে মহান মে দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।