নিজস্ব প্রতিনিধিঃ মুক্তিযু ও স্বাধীনতার স্বপক্ষের শক্তি রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি আয়োজিত আজ ১৭ এপ্রিল ২০২৩, সোমবার মুজিবনগর সরকার ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের ভিআইপি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডেমোক্রেটিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক এস এম আশিক বিল্লাহ। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যাপের ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, বিশেষ অতিথি ছিলেন, গণফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য মোঃ শরিফুল ইসলাম, ডেমোক্রেটিক পার্টির উপদেষ্টা মোঃ জাফর আলী, কাজী আরেফ ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী মাসুদ আহমেদ, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, আওয়ামী লীগের বিশিষ্ট নেতা তাজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য এনায়েত কবীর, ঢাকা মহানগর ডেমোক্রেটিক পার্টির যুগ্ম আহ্বায়ক এ্যাড. সরদার মোঃ শাহ আলম, মহানগরের সদস্য মাহিবুর আক্তার বৃষ্টি ও রাবেয়া শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন ঢাকা মহানগরের আহ্বায়ক ও কেন্দ্রীয় সদস্য মোঃ তাজুল ইসলাম।
প্রধান অতিথির ভাষণে তিনি পরিস্কার পরিচ্ছন্নভাবে বাঙালির ঐক্য স্বাধীনতার সপক্ষের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামীতে একটি স্বচ্ছ নির্বাচন দেখতে চাই। ডেমোক্রেটিক পার্টির সর্বস্তরের উত্তরোত্তর মঙ্গল কামনা করি।
যারা উপস্থিত ছিলেন সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভাপতি তার বক্তব্যে বলেন, আজকের ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সরকারি ছুটি ঘোষণার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। পাশাপাশি আজকের জামাত-জঙ্গীবাদীর বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে। আগামীতে সাংবিধানিকভাবে দ্বাদশ নির্বাচন সম্পন্ন করার জন্য সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানান। আমি আশাবাদী বর্তমান নির্বাচন কমিশনার নিরপক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত করবে বলে আমার বিশ্বাস।