নিজস্ব প্রতিনিধিঃ শেরেবাংলা পথকলি স্কুলের আয়োজনে এবং শেরেবাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের সহযোগিতায় ১৭ এপ্রিল ২০২৩ বিকেলে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার ও নতুন পোশাক এবং ইফতার বিতারন করা হয়। হাজারীবাগ ঝাউতলা বালুর মাঠ স্কুলের হলরুমে স্কুল কমিটির সভাপতি আর কে রিপনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী, সংগঠন এর উপদেষ্টা মোশাররফ হোসেন, চেয়ারম্যান মো.মঞ্জুর হোসেন ঈসা, অগ্রগামী মিডিয়া ভিশনের নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনু, স্কুলের উপদেষ্টা মো.ফারুক হোসেন, স্কুলের প্রধান শিক্ষক শান্তনা ইসলাম শান্তনা,ইলিয়াস কাঞ্চন, নিঝুম তিশাসহ প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, সবাইকে নিয়ে মিলেমিশে আনন্দ ভাগাভাগি করতে পারলেই ঈদ আনন্দ উৎসব হয়। প্রতি বছরই আমরা সুবিধা বঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করি। আমাদের ভালো কাজের সাথে যারা অংশ গ্রহণ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।