ধর্মঘট নিষেধ করা বিল প্রত্যাহারের আহ্বান..পরিবহন শ্রমিক ফেডারেশন

0
29

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ অটোরিক্সা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসাইন ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ গোলাম ফারুক এক যুক্ত বিবৃতিতে বলেন, সম্প্রতি জাতীয় সংসদে উত্থাপিত অত্যাবসকীয় সেবা খাতে ধর্মঘট নিষেধ বিলকে শ্রমিকদের গণতান্ত্রিক অধিকারও হরণ করার কৌশলও মনে করেন। নেতৃবৃন্দ শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে সংবিধান আইন এমনকি আইএলও কনভেনশনেও আন্তর্জাতিক বিধি-বিধানেও যথাযথ শ্রমিকদের ধর্মঘট করার স্বীকৃতি আছে। শ্রমিক তার ন্যায্য, ন্যায়সঙ্গত দাবি আদায় ও পাওনা আদায়ে আলাপ-আলোচনার পথ বন্ধ হলেই নোটিশের মাধ্যমে ধর্মঘট করার আহ্বান করে। তাই ধর্মঘট করার অধিকার কেরে নেওয়া অর্থ হলো শ্রমিকদের বিনা বাধায় নিপীড়নের অধিকার সম্প্রসারিত করা।
নেতৃবৃন্দ আরো বলেন, আসন্ন মে দিবস পালনে সমগ্র বিশ্বের শ্রমিকগণ প্রস্তুতি নিচ্ছেন যখন, সেই সময় এধরণের বিল সংসদে উত্থাপন করার অর্থ হচ্ছে মহান মে দিবসকে অস্বীকার করা। দেশে এমন কোন খাত নেই যে খাতকে অত্যাবশকীয় খাত বিবেচিত হবে না। এ আইন পাশ হলে ভবিষ্যতে আইনের ধারা দিয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার, দাবি আদায়, আন্দোলন, সংগঠনের গঠনতন্ত্র ও শ্রম আইনের স্বীকৃত অধিকার কেরে নেওয়ার পরিকল্পনা হচ্ছে। এমতাবস্থায় আইন পাশ হলে মালিকদের সুরক্ষা হবে, আর শ্রমিকরা আতঙ্ক ও শাস্তি প্রদানের হাতিয়ার সম্প্রসারিত হবে।
নেতৃবৃন্দ আরো বলেন, জরুরী সেবাখাত যেমন গুরুত্বপূর্ণ, শ্রমিকদের অধিকারও গুরুত্বপূর্ণ। এই বিল পাশ হলে ট্রেড ইউনিয়ন অধিকার খর্ব করা হবে। সাথে সাথে শ্রমিকদের আইনগত আন্দোলনের পথ বন্ধ হবে। নেতৃবৃন্দ মনে করেন এই আইন পাশ হলে শ্রমিকদের মাঝে অসন্তোষ সৃষ্টি হবে। তাই শ্রমিকদের গণতান্ত্রিক আন্দোলনের পথ বন্ধ না করার জন্য সংসদ নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জোর আহ্বান জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে