শাহানাজ শানু:জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন- আমরা দারিদ্র থেকে, পরাধীনতা থেকে, বৈষম্য থেকে, বেকারত্ব থেকে, অর্থ নৈতিক দৈন্যদশা থেকে, শোষন থেকে মুক্তির জন্য স্বাধীনতা সংগ্রাম করেছিলাম। কিন্তু স্বাধীনতার ৫০ বছর পরও আমরা বিভিন্ন জনগোষ্ঠির মাধ্যমে প্রতিনিয়ত বৈষম্য ও শোষনের শিকার হচ্ছি। কেউ দুর্নিতীর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, আর দেশের অধিকাংশ মানুষ অর্থকষ্টে অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে। সরকারি দলের লোকজন সব ক্ষেত্রে অবাধ সুযোগ-সুবিধা ভোগ করছে, আর সাধারণ মানুষ প্রতিটি ক্ষেত্রে লাঞ্ছনা, বঞ্চনা ও শোষনের শিকার হচ্ছে।
তিনি আজ দুপুরে হাজারীবাগ হাজী শাহজাহান মার্কেটে ধানমন্ডি থানা জাতীয় পার্টির সভাপতি হাজী মোঃ শাহজাহানের উদ্যোগে ধানমন্ডি হাজারীবাগ কামরাঙ্গীরচর, কলাবাগান এলাকার দুস্থ্য মানুষদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরন করেন।
উপহার সামগ্রী বিতরন পূর্ব এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন- মানুষ নিরাপত্তার জন্য রাষ্ট্র ও সরকার গঠন কর