আসলাম ইকবালঃ
বিনোদনের প্রানকেন্দ্র সিনেমা হল। সেই সিনেমা হল মালিকদের পুরানো সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। চলচ্চিত্র প্রদর্শক সমিতির ইফতার মাহফিল ১৭ এপ্রিল হোটেল ভিক্টোরীতে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন, স্টার সিনেপ্লেক্স এর ব্যবস্থাপনা পরিচালক মাহাবুব রহমান (রুহেল) বিশেষ অতিথি ছিলেন সমিতির সিনিয়র উপদেষ্টা মিয়া আলাউদ্দিন, পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ, প্রযোজক সিমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু, সমিতির সাবেক সভাপতি কাজী ফিরোজ রশীদ, বর্তমান সভাপতি কাজী শোয়েব রশীদ, জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন। প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জল ও কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুদ্দিন এলাহি সম্রাট। ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক নিপুন আক্তার উপস্থিত ছিলেন। আরো চলচ্চিত্র ও প্রদর্শক সমিতির কলা-কৌশলীরা উপস্থিত ছিলেন। রোহেল বলেন-ভাবছিলাম হল বন্ধ করে দিতে হবে, ঈদে ১০০টি হল চাঙ্গা করা হবে। ভবিষ্যতে ভালো কিছু হবে। আশা করি ভালো ছবি ভালো গল্পের ছবি হবে । হিন্দী ছবি বাংলা ছবির চাহিদা বাড়াবে বলে মনে করি।