সোনার দাম কমলো

0
26

নিজস্ব প্রতিবেদক :দে‌শের বাজা‌রে সোনার দাম কিছুটা কমলো। সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে কমেছে এক হাজার ৯৮৩ টাকা। এতে করে এখন ভালো মানের প্রতি ভরি সোনার দাম হয়েছে ৯৭ হাজার ১৬১ টাকা।আগামীকাল মঙ্গলবার (১১ এপ্রিল) থেকে নতুন দাম কার্যকর হবে। সোমবার স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমায় এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, বুধবার থেকে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৯৭ হাজার ১৬১ টাকা। ২১ ক্যারেট প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৯২ হাজার ৭২৯ টাকা। বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ক্যারেট প্রতি ভরি সোনার দাম পড়বে ৭৯ হাজার ৪৯০ টাকা টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৬৬ হাজার ২৫২ টাকা।এদিকে, অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভ‌রি এক হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম এক হাজার ৫০ টাকা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে