নিজস্ব প্রতিনিধিঃ এবারের বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৩ এর প্রতিপাদ্য বিষয় ইতিমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছেন তা হচ্ছে “সকলের জন্য মানসিক স্বাস্থ্যকে বিশ্বব্যাপী অগ্রাধিকার দিন”। বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আজ ৭ এপ্রিল ২০২৩ জাতীয় প্রেসক্লাবের সামনে জনস্বাস্থ হোমিও’র উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ এম শরিফুল ইসলাম চেয়ারম্যান, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যান্সার চিকিৎসক ও কন্সাল্টেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন ডা. সরওয়ার আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা আজম চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল হিউম্যানরাইটস এন্টিক্রাপশন ক্রাইম ইনভেস্টিগেশন সোসাইটি ও স্বাধীন টিভি, টাচ মেথড ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহ ওয়ালী উল্লাহ ফরহাদ,
শিক্ষক নেতা শামসুল হক, শ্রমিক নেতা এম এ আউয়াল, মোহাম্মদ দ্বীন ইসলাম বাদল, পরিদর্শক বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি, আনিসুর রহমান রাজনীতিবিদ, আবদুল আলিম, নুরুল হক পরিচালক জনস্বাস্থ্য হোমিও, ঢাকা দক্ষিন সমন্বয়কারী ফোনে ফোনে রক্তদান” অনুষ্ঠানটি পরিচালনা করেন, আনিসুর রহমান পরিচালক জনস্বাস্থ্য হোমিও এবং প্রধান সমন্বয়কারী ফোনে ফোনে রক্তদান। সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটি।